আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংককে বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভ কারীদের মিছিলে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চুলালনঙ্কম বিশ্ববিদ্যালের কাছে সুদেপ থাকসুবানের নেতৃত্বে গতকাল সরকারবিরোধী বিক্ষোভকারীরা মিছিল করার সময় সেখানে কোনো বিস্ফোরক ডিভাইস ছুড়ে দেওয়া হয়। স্থানীয় সময় বেলা ১টার কিছুক্ষণ পর এ হামলা হয়। কয়েকটি খবরে বলা হয়েছে, আশপাশের ভবন থেকে ছুড়ে দেওয়া এ বিস্ফোরক ডিভাইসটি খুব সম্ভবত গ্রেনেড। এতে ২৮ জন আহত হলেও বিক্ষোভকারীদের নেতা থাকসুবান অক্ষত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

বোমাটি থাকসুবানের ৩০ মিটার দূর দিয়ে চলে যায়। কে বা কারা বোমা ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে আহত কয়েকজনকে রাস্তায় পড়ে থাকতে এবং তাদের নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ স্থলগুলোতে সহিংস তৎপরতার খবর আসছে। বিশেষ করে সন্ধ্যার দিকে সহিংস ঘটনা ঘটছে।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সংযত থাকার আহ্বান জানানোয় নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলেছে। কিন্তু সংবাদদাতারা বলছেন, থাইল্যান্ডে সরকারবিরোধী ও সমর্থক দুই পক্ষেই সশস্ত্র গোষ্ঠী আছে। সহিংস তৎপরতা চালাতে উন্মুখ হয়ে আছে তারা। গতকাল সকালেও ব্যাংককের উত্তরে বিক্ষোভকারীদের ওপর মোটরসাইকেল থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সম্প্রতি থাইল্যান্ড সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা রাজধানী ব্যাংকককে প্রায় অবরুদ্ধ করে ফেলেছে এবং আপাতদৃষ্টিতে এ রাজনৈতিক সংকটের সমাধান দেখতে পাওয়া যাচ্ছে না। সরকারবিরোধীরা আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনে অটল রয়েছে। বিবিসি।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.