আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংককে বোমা বিস্ফোরণে নিহত ৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি দোকানের বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ব্যাংকক পোস্ট জানায়, দুপুর একটায় ব্যাংককের একটি দোকানে এ বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে দোকানের ৫ জন কর্মচারী এবং হাসপাতালে ২ জন নিহত হন। এঘটনায় আরো ১৯ জন শ্রমিক আহত হয়েছেন।

এসময় নিহতদের শরীরের অঙ্গ ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে পাওয়া যায়। আশপাশের ১২টি বাড়ি এবং ৫০০ গজ এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যামটি।

বোমাটির ওজন ২২৭ কেজি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাটির নিচে পুতে রাখা হয়েছিল বলে ধারণা করছে থাই পুলিশ।

পুলিশ জানায়, পাশেই একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটিতে পুতে রাখা বোমায় আঘাত লেগে এটির বিস্ফোরণ ঘটে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.