আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষের অভিযোগে এএসআই প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার সকালে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এএসআই জাকির হোসেনের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করা আসামির স্বজনের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এএসআই জাকির হোসেন দুজন কনস্টেবলকে  নিয়ে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে একটি কারখানার বিক্রয় প্রতিনিধি আনোয়ারুলকে গ্রেফতার করেন। পরে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

আনোয়ারুলের স্বজনের দাবি, ওই দিন রাতে ও পরদিন দুই দফায় এএসআই জাকির ১০ হাজার টাকা ঘুষ নেয় তাদের কাছ থেকে। এর প্রমাণ হিসেবে তারা এএসআই জাকিরের সঙ্গে তাদের কথোপকথন রেকর্ডও করে রাখেন।

এ ঘটনায় শনিবার সকালে এএসআই জাকির হোসেনকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার আবদুল বাতেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.