আমাদের কথা খুঁজে নিন

   

শেহবাগের দরজায় শেষ পেরেক ঠুকল নির্বাচকরা

জাতীয় দলে ফিরে আসার স্বপ্নে ধাক্কাটা এবার বেশ জোরেই লাগল বীরেন্দ্র শেহবাগের। বাংলাদেশে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সম্বাব্য ৩০ জনের দলে ঠাঁই হল না এ ওপেনারের।

তবে বীরেন্দ্র শেহবাগের মত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকেও ৩০ জনের দলে রাখা হয়নি।

অনেকেই ভেবেছিলেন অতীত পারফরমেন্সের কথা ভেবে শেহবাগকে টি টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে দলে ফেরার একটা দরজা খুলে দেবেন নির্বাচকরা। যেহেতু টেস্টে মুরলী বিজয়-শিখর ধাওয়ান আর ওয়ানডেতে রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটিতেই আস্থা নির্বাচকদের, সেখানে টি টোয়েন্টিতে একটা সুযোগ ছিল বীরের।

সেটাও আজ বন্ধ হয়ে গেল।

আজকের এই সিদ্ধান্তের পর পরিষ্কার দেশের হয়ে হয়তো আর কোনওদিন বীরু-গোতিকে একসঙ্গে ওপেন করতে দেখা যাবে না। তবে বীরু-গোতির দুর্দিনে হঠাৎ করে ভেসে উঠলেন হরভাজন সিং। প্রজ্ঞান ওঝার বদলে হরভাজনকে রাখা হল টি টোয়েন্টি বিশ্বকাপের দলে। অবশ্য শেষ অবধি ১৫ জনের দলে জায়গা হবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান।

৩০ জনের দলে চমক সেভাবে নেই। তবে পার্থিব প্যাটেলকে দলে রাখাকে অনেকেই চমক বলে মনে করছেন। ঠাই মিলেছে রেলওয়েজের অলরাউন্ডার করণ শর্মা, কেদার যাদব আর এস নাদিমদের মত তরুণদের।

প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে টি ২০ বিশ্বকাপ। বাংলাদেশে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।