আমাদের কথা খুঁজে নিন

   

কিছু সংখ্যক উপজেলায় নির্বাচন ফেব্রুয়ারিতেই

আইনি বাধ্যবাধকতার কারণে তা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।

ফেব্রুয়ারি মাসজুড়ে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা হবে। ফলে পরীক্ষার সময়ই কিছু এলাকায় নির্বাচন হবে।

শনিবার শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সিইসি বলেন, “ফেব্রুয়ারির মাঝামাঝি কতগুলো উপজেলার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এগুলো করতে আইনি বাধ্যবাধ্যকতা আছে।”

দেশে বর্তমানে ৪৮৭টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে শতাধিক উপজেলা পরিষদের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে।

পরীক্ষার সময় নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, “আমরা দেখে শুনে সিদ্ধান্ত নেব, যাতে শিক্ষার্থীদের কম সমস্যা হয় এবং আমাদেরও আইন ভাঙতে যেন না হয়।”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.