আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের চেয়ে আমার কাছে জীবনখানি দামি // শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।



তোমায় আমি দিয়েছিলাম শান্ত নদীর জল
তুমি আমায় দিয়েছিলো একটি যন্ত্রকল
তোমায় আমি দিয়েছিলাম শিশির ভেজা গোলাপ
তুমি আমায় দিয়েছিলে গা জ্বালানো প্রলাপ
তোমায় আমি শুদ্ধ মনে ভালোবেসেছিলাম
তুমি শুধু খুঁজেছিলে শান্তি পুলক আরাম
তুমি শুধু বলেছিলে টাকা টাকা টাকা
আমি তখন বেকার যুবক সবকিছুতে ফাঁকা
পকেট খুঁজে পাওনি তখন একটি সোনার হার
কেমনে তোমায় বিয়ে করবো সাধ্য আছে বাবার ?
অবশেষে তুমি আমায় ছেড়ে চলে গেলে
আমার তখন চাকরি হলো একটি যন্ত্রকলে।
প্রেমের কাছে জীবন তখন বড়ই দুর্বিষহ
ঐ সময়ে মইর‌্যা গেলো আমার মাতামহ।



প্রেমের কাছে ক্ষমা চেয়ে পালিয়ে গেলাম আমি
প্রেমের চেয়ে আমার কাছে জীবনখানি দামি।
১৮.০১.২০১৪
প্রেমের চেয়ে আমার কাছে জীবনখানি দামি
শাফিক আফতাব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.