আমাদের কথা খুঁজে নিন

   

'ভালোবাসা দিবস' উপলক্ষে একটি ম্যাগাজিন পত্রিকার জন্য লেখা আহবান

অসাম্প্রদায়িক চেতনা ও কবিতার মানুষ

একটি মননশীল আধুনিক ম্যাগাজিন পত্রিকার আগামী ফেব্রুয়ারী সংখ্যার জন্য বিভিন্ন বিষয়ে বিষয় ভিত্তিক লেখা আহ্বান করছি ।
নিম্মক্ত বিষয় সমূহে আগ্রহী লেখকগন লেখা পাঠাতে পারেন ।

১.ভালবাসার গল্প: হতে পারে প্রথম প্রেম, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনের ভাললাগা, আত্বদহন, বা প্রেম উপজীব্য যে কোন ভালবাসার সুন্দর গল্প।
২. চিঠিপত্র: প্রিয়তমসু, সুচরিতাসু, হতে পারে ভালবাসার মানুষকে না বলা কথা দু:খ কষ্ট বা স্মৃতিচারন
৩.কবিতা, ভ্রমন, রহস্য গল্প, সায়েন্স ফিকশন, ভূত বিষয়ক, রম্যরচনা, স্মৃতি কথা, গোয়েন্দ কাহিনী, ছোট গল্প, কৌতুক, বাঙ্গালির রুপকথা, উপন্যাস, ইতিহাস, মুক্তিযুদ্ধের গল্প, আমার শৈশব, নিজ জেলার ইতিহাস, ও ঐতিহ্য।
৪. রান্না বান্না রেসিপি, রুপসজ্জা, ক্যারিয়ার, ক্যাম্পাস, মিউজিক, স্বাস্থ্য কথা, গৃহসজ্জা, লাইফস্টাইল, প্রবাসে চিঠি।
৫.মনোজগত (প্রশ্ন উত্তর), মতামত, আইন আদালত (প্রশ্ন উত্তর), ফটোগ্রাফি (জীবন ঘনিষ্ঠ ছবি)।



আগামী ৩০ শে জানুয়ারীর মধ্যে লেখা পাঠানো যাবে।
লেখার সাথে পূর্ন নাম ঠিকানা সহ যে বিভাগে লিখতে আগ্রহী তা উল্লেখ করে পাঠাতে হবে ।

নিম্মক্ত ইমেইলে পাঠানো যাবে


বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ
01765886768

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.