আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্র বিদেশি সরকারগুলোর ওপর নজর রাখবে : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বিদেশি সরকারগুলোর ওপর নজর রাখবে। যদিও তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে আশ্বস্ত করেছেন যে, অনধিকারমূলক গোয়েন্দা নজরদারির কারণে তাদের সম্পর্ক তিনি ক্ষতিগ্রস্ত হতে দেবেন না।

বারাক ওবামা মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) ব্যাপক ফোনে আড়িপাতা কার্যক্রমের আওতা কমিয়ে আনার ঘোষণা দেওয়ার একদিন পর এ খোলামেলা বক্তব্য দিলেন। তবে ওবামা বলেন, অধিকাংশ সংগৃহীত তথ্য-উপাত্ত মার্কিন নাগরিকদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষার কাজে ব্যবহৃত হবে। এডওয়ার্ড স্নোডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক গোয়েন্দা নজরদারি কার্যক্রমের তথ্য ফাঁস করে দেওয়ার পর সৃষ্ট আন্তর্জাতিক ক্ষোভ প্রশমনের লক্ষ্যে ওবামার শুক্রবারের বহু প্রতীক্ষিত বক্তৃতায় বন্ধুপ্রতিম বিশ্ব নেতাদের ওপর গোয়েন্দা নজরদারি বন্ধ করেছেন বলে জানান। তবে ওবামা জার্মান গণমাধ্যম হিউট জার্নালকে বলেন, বিদেশি সরকারগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত থাকবে। হিউট জার্নালকে তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জার্মান গোয়েন্দা সংস্থা এবং বিশ্বের অপরাপর সব গোয়েন্দা সংস্থার মতোই বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলোর মনোভাব জানতে আগ্রহী থাকবে। এদিকে প্রেসিডেন্ট ওবামার এই ধরনের বক্তব্যে বিস্মিত হয়েছেন অনেকেই। বিবিসি, এএফপি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.