আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ ভিওআইপি ব্যবসা

অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ দূরের কথা নিয়ন্ত্রণাধীনেও রাখা সম্ভব হচ্ছে না। এ ব্যবসার সঙ্গে রাঘববোয়ালরা জড়িত থাকায় সরকারের উচ্চ পর্যায়েও অস্বস্তি দেখা দিয়েছে। বলা হচ্ছে, ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িতরা এতই শক্তিশালী যে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের কাছে অসহায়বোধ করেন। দেশের অর্থনীতির জন্য সমূহ সর্বনাশ ডেকে আনছে এই অবৈধ ব্যবসা। সদিচ্ছা থাকা সত্ত্বেও অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করতে না পারার ব্যর্থতা যে কোনো মূল্যায়নে দুর্ভাগ্যজনক। এ অবস্থার মোকাবিলায় হার্ডলাইনে যাওয়ার কথা ভাবছে সরকার। অবৈধ এ ব্যবসায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনার প্রস্তুতিও চলছে। বাংলাদেশ প্রতিদিনে র্যাবের একজন শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে- তিনি বলেছেন, অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা টপটেররের চেয়েও ভয়ঙ্কর। বিদেশে টাকা পাচার করে দেশটাকেই তারা পঙ্গু করে দিচ্ছে। স্মর্তব্য, বিদেশে অবস্থানকারী প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিক, টেলিকম মন্ত্রণালয়, রেগুলেটরি সংস্থা বিটিআরসির কতিপয় কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সিন্ডিকেট অবৈধ এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ভাগবাটোয়ারা করে লুটে নিচ্ছে সিন্ডিকেট সদস্যরা। প্রভাবশালীরা এতটাই শক্তিশালী যে, তাদের কারণে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এ অবৈধ বাণিজ্য। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ লোকজনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মূল হোতারা। অভিযোগ উঠেছে, এমন সব স্থানে ভিওআইপি ব্যবসা চালানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় হানা দিতেও ভয় পায়। বিগত মহাজোট সরকারের আমলে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। বরং ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রভাবে অবৈধ ব্যবসায় জড়িতদের ব্যাপকতা আরও বেড়েছে। শুধু গত পাঁচ বছরে অনুমিত হিসাবে চার হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। আর কল চুরি থেকে পাঁচ বছরে অবৈধ সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা অন্তত ১২ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যে টাকা থাকলে সরকারের পক্ষে শুধু এ খাতের টাকা দিয়েই পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হতো। আমরা মনে করি, দেশের অর্থনীতি ও বৃহত্তর জাতীয় স্বার্থে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে হার্ডলাইনে যাওয়া উচিত। এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার তাদের সাধ্যের সবটুকুই করবে- এমনটিও কাম্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.