আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ২

অবৈধ ভিওআইপি ব্যবসা করার অভিযোগে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠের পশ্চিম পাশে মোকামী হারেজ নামের একটি ভবনের চার তলার ফ্ল্যাট থেকে ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও শিবগঞ্জ থানার বড়িয়াহাট গ্রামের মৃত আ. মান্নানের ছেলে শ্যামল (২১) এবং সোনাতলার সুজায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেনকে (১৯) আটক করে। বগুড়া র‌্যাব-১২ সূত্রে জানা যায়, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব ও এএসপি মশিউর রহমান মণ্ডলের নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিওআইপি কাজে ব্যবহৃত তিনটি ব্যাটারি, তিনটি ব্লু রে পেলায়ার, সার্ভার, ক্লাম ২৮টি, হার্টবোর্ডের সুইচ ৩টি, মোডেম, কি বোর্ড, কুলিং ফ্যান, ল্যাপটপ, পাঞ্চ মেশিন, এন্টিনা ক্যাবল ৩৫টি, সিম পট (প্লাস্টিক) ২৪টি, বিভিন্ন কোম্পানির ২ হাজার ৭২৮টি সিম কার্ড করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.