আমাদের কথা খুঁজে নিন

   

কাজ 'পদ' না পেলে যা করবেন...

ফেসবুকিং করা

নানা ব্যস্ততায় এতদিন হয় তো ফেসবুকে পর্যাপ্ত সময় দিয়ে আড্ডা মারতে পারেননি। তো কী হয়েছে, এখন সেটা ইচ্ছা হলেই পুষিয়ে নিতে পারেন। আজই ফেসবুকে দুই-চার হালি ফেক আইডি খুলে জমিয়ে আড্ডা দিন। ওয়ালে কমেন্টস পোস্ট করার পর যদি কারোরই লাইক না পান তবে নিজের অন্য অ্যাকাউন্ট থেকে নিজেই নিজেকে লাইক দিন আর হয়ে যান ফেসবুক স্টার!

 

খই ভাজা

কথায় বলে, নেই কাজ তো খই ভাজ। মানে বুঝলেন না? আপনার যেহেতু এখন কোনো কাজ নেই সেহেতু উপরোক্ত বাক্যটির বাস্তবিক প্রয়োগ দেখাতে পারেন।

মানে হলো, বাজারে গিয়ে খইয়ের ধান সংগ্রহ করে বাসায় এনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে খই ভাজা শুরু করুন! অতঃপর পপকর্নের মতো করে প্যাকেটজাত করে পাবলিক বাসে আর রেলস্টেশনে- এ...ই খই, বিনি্ন ধানের খই বলে গলা ফাটিয়ে ব্যবসায় নেমে পড়ুন।

 

রং নাম্বারে কথা জমানো

মোবাইলফোনে রং নাম্বারে কথা বলে সময় কাটানো একটি বহু প্রচলিত আজাইরা কর্ম। তাই দেরি না করে এখনই ফিল্ডে নেমে পড়ুন আর যার-তার ফোন নাম্বার কালেক্ট করুন! অতঃপর সেগুলোতে ফোনের পর ফোন করে ভাব জমিয়ে ফেলুন। প্রয়োজনে কথা বলার প্রথম সময় থেকেই মেয়েদের ফোনে নিয়মিত টাকা লোড করে দিন। তারপর যত লোড তত ভালোবাসায় দিনানিপাত করুন।

অবশ্য আড্ডা জমাতে গিয়ে যন্ত্রণা জমাতে গেলে হিতে বিপরীত হতে পারে।

 

টিভিতে সিরিয়াল দেখা

দেশের আপামর নারীদের মতে, প্রত্যেক মানুষের জীবনের একটা বিশেষ অংশ সময় টিভিতে সিরিয়াল দেখার জন্য বরাদ্দ রাখা যেতে পারে। সে মতে, দিনরাত টিভি সেটের সামনে বসে সব অনুষ্ঠান দেখায় মনোনিবেশ করুন এবং এ বিষয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এ ছাড়া বাচ্চাদের সঙ্গে ক্ষাণিকটা সময় বসে ডোরেমন আর টম অ্যান্ড জেরিও দেখতে পারেন। আর যাই হোক, সময় তো কাটবে।

 

বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিন

চোখ-কান মেলে দেখুন চারদিকে এখন শুধু প্রতিভা খোঁজার প্রতিযোগিতা। গানের প্রতিভা, নাচের প্রতিভা, কৌতুক বলার প্রতিভা কিংবা রান্না করার প্রতিভা- এসবের কোনোটি না কোনোটিতে অবশ্যই আপনারও প্রতিভা আছে। তো সেই প্রতিভাকে বিকশিত করতে হলে প্রতিযোগিতায় নাম লেখান। আর আপনার যদি কোনো প্রতিভাই না থাকে তাহলেও চিন্তার কিছু নেই, কিছুদিনের মধ্যে হয়তো সবচেয়ে কম প্রতিভাবানকেও পুরস্কার দেওয়ার সিস্টেম চালু হবে!

 

পার্কে বাদাম বিক্রি করুন

আপনার টাকা কামানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে তাতে কি? মাথা তো আর বুদ্ধি প্রদান করা বন্ধ দেয়নি। একটু বুদ্ধি খাটিয়ে দেখুন আপনার আশপাশেই রয়েছে কটকটি আর হাওয়াই মিঠাইয়ের ব্যবসাসহ হরেক রকমের ব্যবসা! যার মধ্যে অন্যতম আরও একটি হচ্ছে পার্কে পার্কে বাদাম আর বিট লবণ বিক্রি করা! অবশ্য মনে রাখতে হবে যে, বাদামের জন্য টাকা দিলেও বিট লবণের জন্য কিন্তু আপনাকে কেউ কানাকড়িও দেবে না।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।