আমাদের কথা খুঁজে নিন

   

উপহারটা খুলে দেখ হয়নি

ochena pothe hate valo lage বছরের শেষ দিনটা আর বছরের প্রথম দিনটা আমার জীবনে ছিল এক অনাকাঙিক্ষত । কখনো ভাবিনি এমনটা ঘটবে। প্রতিদিনের মত বছরের শেষ দিনটা বাবার সাথে কথা বলি ঘুম থেকেই উঠে। বাবার সাথে নানা কথার মাঝে আগামী শুভেচ্ছা জানাতে ভুলেন নাই । প্রত্যেক বছর বাবার কাছ থেকে কিছু উপহার পাই ।

এবার পেয়েছি শেষদিন , কথা বলার সময় উপহার এর কথ বলেনি । উপহার টা ছোট বোনের কাছে পাঠিয়েছে। সুন্দর পেকেটে মোড়ানো ছিল এবং বলা ছিল আমি যাকে সবচেয়ে ভাল বন্ধু মনে করি তার সাথে মিলে উপহারটা দেখব । বাবার কথা মত আমার উপহার নিয়ে ঘর থেকে বের হয়েছি । কিন্তু তার সাথে দেখা হয়েছে উপহারটা খুলে দেখ হয়নি ।

ভেবে ছিলাম এক সাথে বের হয়ে দেখব তা আর হল না । এখনো উপহারটা পেকেটে মোড়ানোই রয়েছে । জানি না আর কখনো ধেখা হবে কি না । সারা রাত ঘুমাই নাই শুধু কেঁদেছি আর মনে মনে ভেবেছি বাবা জানতে চাইলে কি বলব। আজ বছরের প্রথম দিন প্রত্যেক বারের মত এবার আর বাবাকে ফোন দিনি আর কেন দিনি তা জানি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।