আমাদের কথা খুঁজে নিন

   

সালমানের মামলার শুনানি

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ইতোমধ্যে মামলার সঙ্গে সম্পৃক্ত সকল সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি সালমানকে শুনানি তারিখের আগে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাবলিক প্রসিকিউটর উপেন্দ্র শর্মা জানান, এই মামলায় এতদিন পর্যন্ত আদালতে হাজিরা দিতে হয়নি সালমানকে। তবে এবার চূড়ান্ত শুনানির পূর্বে তাকে আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যোধপুরের কাছে কানকানি গ্রামে ১৯৯৮ সালের ১ থেকে ২ অক্টোবর একটি মেয়াদ শেষ হওয়া লাইসেন্সের বন্দুক বহন এবং একটি কৃষ্ণহরিণ শিকারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ওই প্রদেশের সরকার ২০০৬ সালে রাজস্থান আদালতে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করে।

৭ বছর ঝুলে থাকার পর ২০১৩ সালের ২৫ মে মামলাটি আদালতে আসে।

এই মামলায় সালমানের পরামর্শক হাস্তিমাল সারাসোয়াতের মতে, সালমানের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

সারাসোয়াত বলেন, “এই মামলায় তথ্য প্রমাণের মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে। মামলা চলাকালে অভিযোগকারী অনেক প্রশ্নেরই নির্ভরযোগ্য উত্তর এবং তথ্য পেশ করতে পারেননি। ”

সালমান অভিনীত ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় রাজস্থানে একটি কৃষ্ণহরিণ শিকারের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।