আমাদের কথা খুঁজে নিন

   

অস্কার পুরস্কারের জন্য সোমালি শরণার্থী মনোনীত!

দাগি আসামির তালিকায় এক সময় তার নাম ছিল। সেই আসামিই মনোনীত হলেন অস্কার পুরস্কারের জন্য। বলছি আফ্রিকার দেশ সোমালিয়ার নাগরিক বারখাদ আব্দির কথা। সম্প্রতি তিনি অস্কার পুরুস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বারখাদ আব্দি সোমালিয়ার নাগরিক হলেও একসময় তিনি পাড়ি জমান আমেরিকায়।

বর্তমানে আমেরিকাতেই হলিউডে অভিনয় করছেন। জীবনের প্রথমভাগে জীবিকার সন্ধানে আমেরিকার মিনিসোটায় পাড়ি জমান। তখন তার বয়স ছিল ১৪ বছর। ওই বয়সেই তিনি ট্যাক্সি চালাতেন মিনিসোটার রাস্তায়। সেই সঙ্গে সময় দিতেন বড় ভাই এর দোকানেও।

এরই ফাঁকে তিনি জড়িয়ে পড়েন অবৈধ মাদক চালানের সাথে। মাদক চালানের দায়ে বারখাদ আব্দির দুইবার বিচার হয় মিনিসোটার আদালতে। জেল জরিমানাসহ নানা সাজাও ভোগ করতে হয় তাকে।

এক সময় সব ছেড়ে দিয়ে মিনিসোটার এক ক্লাবে ডিস্ক জকি হিসেবে কাজ নেন। বেশ কিছু দিন ডিস্ক জকি হিসেবেই কাজ করেন।

হঠাৎ দেখতে পান এক অভিনেতা অনুসন্ধানের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি ক্যাপ্টেন ফিলিপ্স ছবির একটি চরিত্রের জন্য পরিচালক প্রচার করেন। ছবিতে চরিত্রটি হচ্ছে, একজন সত্যিকারের সোমালি জলদস্যুর ভূমিকায় অভিনয়। বারখাদ আব্দি অডিশন দিয়ে মন জয় করে নেন ছবি পরিচালক Paul Greengrass এর হৃদয়। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

ক্যাপ্টেন ফিলিপ্স ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নেন আব্দি। আব্দির অভিনয় এতোই অসাধারণ ছিল যে এই ছবিতে অভিনয় করার জন্য তিনি প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন Best Actor in a Supporting Role ক্যাটাগরি জন্য। আব্দির এই মনোনয়ন অনেকেই অবাক হয়েছে। অনেক চলচিত্র বোদ্ধারা বলছেন, এটা অসাধারণ একটি কাজ।

এ প্রসঙ্গে আব্দি বলেন, আমি আমার ক্ষুদ্র জীবনে অনেক কিছুই পেয়ে আসছি।

আমি যা আশা করি না তাই আমার জন্য বিশালভাবে এসে হাজির হয়। প্রত্যেক সময় আমি বিশাল বিশাল অবাক করা ঘটনার সম্মুখীন হই। তবে এবারের অস্কারের জন্য মনোনীত হওয়া আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমার জন্য। '

বারখাদ আব্দি এর আগে ২০১০ সালে অভিনয় করেন Conan (২০১০) টিভি সিরিজে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।