আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ কাকুর যৌবন(?) জ্বালা; এবার প্রেমে পড়েছেন সাথীর ঃ এরশাদের বাসায় প্রাইভেট ইউনিভার্সিটির তরুণীর রাত্রি যাপন

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

সিএমএইচ থেকে বারিধারার বাসায় ফেরার পর তার বাড়িতে সারাক্ষণই দেখা যাচ্ছে সাথী নামে ২২-২৩ বছরের এক তরুণীকে। রাজধানীর একটি মহিলা কলেজের ছাত্রী সাথী নাকি রাতযাপনও করছেন এরশাদের প্রেসিডেন্ট পার্ক ভবনে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই বাড়িতে শুধু বসবাস করা নয়, রীতিমতো গৃহকর্মীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সাথী।
তবে কি এরশাদ আবারও বিয়ে করেছেন? সাথীর সঙ্গে তাঁর কীসের সম্পর্ক।

প্রেসিডেন্ট পার্কে যাতায়াতকারী জাতীয় পার্টির নেতাকর্মীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ।
এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে তাঁর সঙ্গে আছেন ঠিকই। পরবর্তীতে মেরি মমতাজকে বিয়ে করলেও ঘর করা হয়নি তাদের। ‘বান্ধবী’ জিনাত মোশাররফকে এরশাদ বিয়ে করেছিলেন বলে জোর গুজব ছিল। দু’জনের কোনো দিন বিষয়টি অস্বীকার করেননি।


এরপর মেধাবী তরুণী বিদিশাকে বিয়ে করেন এরশাদ। তাদের ঘরে জন্ম হয় এরিকের। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির সঙ্গে আঁতাতের অংশ হিসেবে বিদিশাকে শুধু তালাকই দেননি এরশাদ, নানাভাবে হয়রানিও করেছেন।
বিবাহবহির্ভূত অসংখ্য নারীর সঙ্গে এরশাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় মুখরোচক আলোচনা আছে। কখনো বিষয়টি এড়িয়ে গেছেন।

আবার কখনো মুচকি হেসে কার্যত বিষয়টি স্বীকারই করে নিয়েছেন।
সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী নারীনেতৃদের সাথে যৌন হয়রানরি খবর প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায় ও সোসাল মিডিয়াতে। এ ব্যাপারে এরশাদের প্রেসিডেন্ট পার্কের এক কর্মতকর্তার সাথে আলাপ করা হলে
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন স্যারের অনেক ব্যক্তিগত ব্যাপারে আমাদের মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ করেছেন তিনি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন এ ব্যাপারেও স্যার বলেছেন আমার অফিসে অনেক নারী প্রায় সময় আসে তোমরা এ ব্যাপারে আমার অনুমতি ছাড়া কারও সাথে আলাপ করবে না । লিন্ক এইখানে
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।