আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধিতার মুখে আইসিসি

আইসিসিতে অবকাঠামোগত পরিবর্তন আসতে যাচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এ পরিবর্তন বাস্তবায়ন হলে। নির্বাহী কর্তৃত্ব অনেকটাই বাধা পড়বে এই ত্রি-শক্তির হাতে। আইসিসির নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য গঠিত বোর্ডে আধিপত্য প্রতিষ্ঠিত হবে এই তিন দেশের। তবে এ প্রস্তাবের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান জানিয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পাকিস্তান আগেই বিরোধিতা জানিয়েছিল। গতকাল যোগ হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাও। শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুখগামেজ বলেছেন, 'এই পরিবর্তন শ্রীলঙ্কার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে।' অন্যদিকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অতি দ্রুত এই ভ্রান্তিপূর্ণ প্রস্তাব বাতিল করার জন্য অনুরোধ করা হয়েছে। তাদের মতে, এই প্রস্তাব বাস্তবায়ন হলে এটা হবে একটা চরম ভুল। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাহী কমিটি প্রভাবিত থাকবে বলেও অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অবস্থান নেওয়ার জন্য গতকাল শ্রীলঙ্কান ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটি বৈঠকে বসেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.