আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের বনে মানবের নৃত্য দেখতে চাই।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

একটুখানি শক্তি চাই
একটুখানি আলো চাই
একটুখানি ভালোবাসায় সিক্ত হবো বলে।

একটা ছোট্ট মন চাই
একটা পবিত্র ভূমি চাই
কিছু উজ্জ্বল নক্ষত্রের চাষ করব বলে।

একটি বহমান নদী চাই
একটি স্রোতস্বীনি ঝরণাধারা চাই
কলুষিত সময়কে ভাসিয়ে দিব বলে।

চারপাশে মুক্ত বাতাস চাই
মানুষে মানুষে সৌহার্দের বন্ধন চাই
নির্মলতার সবটুকু নির্যাস পান করব বলে।

আমি ভালো থাকতে চাই
সবাইকে ভালো রাখতে চাই
ফুলের বনে মানবের নৃত্য দেখতে চাই
দানবের নয়, দেশকে ভালোবাসি বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।