আমাদের কথা খুঁজে নিন

   

জাহাজী শেষবারের মতো বলছি আপনি ফিরে আসুন, নতুবা আমাকে সারা জীবন এক প্রকার অন্তর দহনে জ্বলতে হবে।

আমার এখানে প্রবেশের পূর্বে একবার ভাবুন, ভাল কিছু পাবেননা। ভাল কিছু দিয়ে যেতে পারলে ওয়েলকাম। আমি কোন বড় লেখক কিংবা কবি নই। লিখার আলাদা একটা ক্ষমতা লাগে, দক্ষতা লাগে, মন লাগে। কিন্তু একটা জিনিস আমার আছে, আমি একটা জিনিস ফিল করি যে আমার একটা ভাল মন আছে।

সেই মনটা মাজে মাজে ছোট হয়ে যায়, যখন দেখি আমার আশে পাশের মানুষগুলু নিগৃহিত হচ্ছে হরহামেশা নানা কারনে। এর মাঝে কেউ যদি আমারই কারনে খতিগ্রস্থ হয়ে থাকেন, বা মর্মাহত হয়ে থাকেন, তাহলে আমার এই মানুষ জীবন অর্থহীন মনে হয়। ঠিক এইরকম একটা ঘটনা স্বীকার হতে হলো আমাকে। আমি কখনো নিজের জন্য ভাবিনা (যতটুক সম্ভব) কিন্তু কিছু মানুষ আমার কাছে খুবি স্পেশাল। আমি ভীষনভাবে ভেঙ্গে পড়ি যদি দেখি এমন কেউ আমার কারনেই মনে ব্যথা পায়।

আজ আমারই পোষ্টে জাহাজী ভাইকে নিয়ে এবং তার পরিপ্রেক্ষিত জাহাজী ভাইয়ের সেচ্ছায় নির্বাসন ব্লগ থেকে আমাকে ভিষন ভাবে ব্যথিত করে তুলেছে। যে কেউ জাহাজীর আত্মস্বীকৃতির মুলক কমেন্ট পড়লেই বুঝতে পারবেনযে, উনি কি পরিমান সৎ সাহসী । যে নিজের দোষ ভাল হোক মন্দ হোক তা নির্দিধায় স্বীকার করতে পারে। আর এর মাঝে লুকিয়ে থাকা মুখোশ ধারী এলিয়েনের কি সাহস আছে এই সাহসী মানুষটার সামনে দাড়াঁবার??? তার কাছে এই মুখোশধারী আড়ালে লুকিয়ে থাকা মানুষটার কিইবা দাম?? এসব হলো মানুষকে ইমোশনালী ব্লাকমেইলিং, গালাগালি দিয়ে কিছুই হয়না আসলেই। আমার কারনে আজ জাহাজী যে অপমান হল সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না।

আমি জানিনা আমার কি করা উচিত। তবুও দেখেছি যে কৎসিত জঘন্য মানুষরুপী হায়েনাদেরই জয়। ভাল মানুষগুলো নিরবে আড়ালে চলে যায় চোখের পানি মুছে। জাহাজী শেষবারের মতো বলছি আপনি ফিরে আসুন, নতুবা আমাকে সারা জীবন এক প্রকার অন্তর দহনে জ্বলতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.