আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের মরা জলে ডোবেনা // শাফিক আফতাব..........//

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

যমুনাজলে ভাসিয়ে দিলাম আমার মধুর প্রেম
শ্মশানঘাটে আমি তোমায় একায় রেখে এলেম
চন্দনকাঠে পুড়ে পুড়ে প্রেম ভস্মে হবে নিজে
গ্রীষ্মকালে আবার প্রেম ঘাঘটের জলে ভিজে
গন্ধে আবার ছন্দ দেবে মনের গৃহ কোনে
ভিজবো দুজন আবার মোরা প্রেমের মদির তানে।
প্রেমগুলো মোর ক্ষুধায় কাতর জীর্ণশীর্ণ দেহ
কেউ নেই ভাই করবো তারে একটু ছোট স্নেহ।



স্নেহের জ্বালায় প্রেমগুলো মোর অকাল মৃত্যু হলো
প্রেমের টানে জীবন আমার এই য়ে এলোমেলো
প্রেমের জন্য জীবন দিলাম, দিলাম অগাধ ঘাম
তবু আমি নন্দিনীটির মনটা নাহি পেলাম।
প্রেমের লাগি মরেছি আমি মরার আগে ভাই
প্রেমের মরা জলে ডোবেনা বলছেন যে শাঁই।
২৩.০১.২০১৪




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.