আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটিং কোচ হচ্ছেন সৌরভ

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ব্যাটিং বরাবরই প্রশংসা কুড়িয়েছে৷ ইডেন গার্ডেন্স হোক কিংবা লর্ডস, বিশ্বের সব কোনায় ঝলসে উঠেছে তার ব্যাট৷ নিজে ব্যাট হাতে অনেক কৃতিত্ব দেখিয়েছেন দেশের জার্সি গায়ে৷ তবে এবার তিনি আলোচনায় বাংলার ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতার জেরে৷ অনেকদিন পর এবার আবার রঞ্জির সেমিফাইনালে পৌঁছেছিল বাংলা৷ কিন্তু ফাইনালে ওঠা হয়নি৷ ব্যাটিং ব্যর্থতাও তার একটা বড় কারণ৷

এমন অবস্থায় বাংলায় ব্যাটসম্যান তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়ছেন স্বয়ং মহারাজ৷ সিএবি কর্তাদের অনুরোধেই তিনি ব্যাটিং কোচিং-এর দায়িত্ব নিচ্ছেন৷ কাজ শুরু করবেন এ মওসুমেই৷

রঞ্জি ট্রফিতে লক্ষ্মীদের অভিযান শেষ হলেও, এবার সামনে লক্ষ্য বিজয় হাজারে ট্রফি৷ বাংলার সিনিয়র দল থেকে বয়স ভিত্তিক দল, প্রত্যেকেরই ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন সৌরভ৷ এদিকে, বাংলা দলের সঙ্গে সৌরভ যুক্ত হওয়ায় খুশি সিনিয়র দলের সকলেই৷

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.