আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে আহত ৯

টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে সংঘর্ষে দুই পক্ষেরনয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পাতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দেউলি ইউনিয়নের স্বল্প বরটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- শরিফ (৩৬), ইসমাল (৫৫), আব্দুল (৫৩), আজিম উদ্দিন (৭০), নাজিম উদ্দিন (৬৫), মিজানুর রহমান (৪৭), শাহিনুর (২৬), রেশমা (২০) ও মতিয়ার রহমান (৫০)। এদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, স্বল্প বরটিয়া গ্রামের মিজানুর রহমান ও মৃত আব্দুল হাকিমের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে ইউপি চেয়ারম্যান একাধিকবার উদ্যোগ নিয়েও বিষয়টির সমাধান করতে ব্যর্থ হন। মিজানুরসহ তার লোকজন সকালে ওই জমিতে বোরো চারা লাগাতে গেলে মৃত আব্দুল হাকিমের ছেলে বাবু মিয়া, আবু তালেব, শাহাদৎসহ ১০ থেকে ১৫ জনের একটি দল অতর্কিত তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় উভয় গ্রুপের নয়জন আহত হয়। আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়। এদের মধ্যে সাতজনের অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে দেউলি ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, একাধিকবার মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কোনও পক্ষই আপোস করতে রাজি নন। এ কারণেই এই সংঘর্ষটি ঘটেছে।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চানমিয়া জানান, এ ব্যাপারে এখনও কোনও মামলা  হয়নি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.