আমাদের কথা খুঁজে নিন

   

একদিনের ভ্রমন টাঙ্গাইলে ...

মন শুধু ছুটে যায় দুরে কোথাও ... ... ...
বহুদিন কোথাও যাওয়া হয়না .... অনেকদিন ধরেই ইচ্ছা করছিল কোথাও যাব..... কিন্তু সেই সময় আর হয়না.... যাই হোক... গত শুক্রবার বন্ধু নাজিরকে বললাম, ফ্রি থাকলে টাঙ্গাইল একদিনে যতদুর পারা যায় ঘুরে আসব। নাজির রাজি হতেই ৯টার দিকে দুইজন চলে গেলাম .. মহাখালী বাস টার্মিনালে। উঠলাম নিরালা পরিবহনে। ভাড়া ১১০ টাকা জনপ্রতি টাঙ্গাইল শহর পর্যন্ত। সবসময়ের মত এবারও ইন্টারনেট আর পত্রপত্রিকা থেকে যা পাওয়া গেছে তাই সাথে নিলাম।

পথে যেতে যেতে ..... টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড আসার আগেই নেমে পড়লাম করটিয়ায়। এখানে আছে করটিয়া জমিদার বাড়িঃ পথেঃ এখানে ঘুরে এরপর সিএনজিতে গেলাম ঐতিহ্যবাহী আতিয়া মসজিদে, যা দেলদুয়ার উপজেলায় অবস্থিত, ভাড়া নিল ৮০ টাকা। সেখান থেকে সিএনজিতে সোজা সন্তোষে, সেখানে আছে জমিদার মন্মথ রায়ের জমিদার বাড়ী যার উপর তৈরী হচ্ছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাশেই আছে মজলুম জননেতা মওলানা ভাসানীর সমাধি এবং জাদুঘর। এই হল জমিদারবাড়ীর হাল...... মওলানা ভাসানীর সমাধি মওলানা ভাসানীর জাদুঘর নিচের এই ট্রাক্টরটা ১৯৬৭ সালে চীনের মহান নেতা মাওসেতুং মওলানা ভাসানীকে উপঢৌকন হিসেবে দেন জাদুঘরের ভিতরে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সেখান থেকে আবার সিএনজিতে চলে গেলাম পাকুল্যা বাজারে। যার পাশেই আরেকটি জমিদারবাড়ীর সন্ধান পেলাম, যার সম্পর্কে আগে কিছু পাইনি।

নাম বদরুন্নেসা মহল, স্থাপিত বাংলা ১১৫৩ সাল, পুণঃসংস্কার বাংলা ১৪০০ সাল। সেখান থেকে হেটে গেলাম পাকুল্যা মসজিদে। মসজিদের মুয়াজ্জিন ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানলাম মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরোনো। মসজিদটির প্রতিষ্ঠাতার নাম পেলাম একটি ফলকে, তার নাম ছিল মতি বিবি। পত্রিকায় পড়েছিলাম পাকুল্যায় হিন্দু ও বৌদ্ধ রীতিতে তৈরী দুটো মঠ আছে যেগুলো তৈরী করা হয়েছিল প্রায় দেড়শ বছর আগে।

কিন্তু স্থানীয় লোকজন এগুলো সম্পর্কে তেমন কিছু বলতে পারলনা। হতাশ না হয়ে খুজতে লাগলাম। অবশেষে পেলাম। দেখে বুঝতে পারলাম কেন লোকজন চিনেনা। অস্থিত্ব বলে যা কিছু আছে আগামী দু-এক বছরে তাও যে থাকবে না তা আপনারা ছবি দেখেই বুঝে নিন।

১ম মঠঃ ২য় মঠঃ এতটুকু ঘুরতেই সন্ধ্যা নেমে আসল। তাই টাঙ্গাইলের মহেড়া জমিদারবাড়ী আর ধনবাড়ি জমিদারবাড়ী ঘুরার ইচ্ছা থাকা সত্বেও যেতে পারলাম না। তাই একদিনের ভ্রমন শেষে ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন ... মানে বাড়ির পথ ধরলাম। [ সবার কাছে দুঃখিত ভাল ছবি দিতে না পারার জন্য, ক্যামেরার চার্জ হঠাৎ করে শেষ হয়ে যাওয়াতে অধিকাংশ ছবি মোবাইলে তুলতে হয়েছে ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।