আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষার আলো জ্বালাতে চাঁপাইনবাবগঞ্জের এক চা বিক্রেতা গড়েছেন পাঠশালা >এই ফিচার নিয়েই আজ বন্ধুদের বলব

বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি

কত দিন যে ব্লগে লেখা হয় না.. সে কথা মনে নেয়... আজ মনে হল আবারো একটা বিষয় ব্লগে শেয়ার করি... আমার লেখালেখি শুরু ব্লগ থেকে ..
এর পর একটা অনলাইন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা শুরু করি
সেটার নিয়োগ ও ব্লগের মাধ্যমে হয়েছি ..
০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:১৯ তারিখ এই নিয়ে একটা ব্লগ লিখেছিলাম
...সর্বশেষ গত একবছর ধরে দৈনিক আলোকিত বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা হিসাবে কাজ করছি .. সব মিলিয়ে গত চার বছরের আমার সংবাদিকতা জীবনেরর সবচেয়ে ভাল সময় পার করলাম গত দুই দিন ।
২২-০১-১৪ তারিখ আলোকিত বাংলাদেশের সুসংবাদ প্রতিদিন পাতায় শিক্ষার আলো জ্বালাতে চা বিক্রেতা রফিক গড়েছেন পাঠশালা শিরোনামে আমার করা একটা ফিচার প্রকাশ পায়।
ফিচারের লিংক পড়ে দেখার জন্য আমন্ত্রন রইল।

ফিচারটি প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই ফোন করে আমাকে ধন্যবাদ জানান। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় একটি ব্যাংক সেই সোনামনি পাঠশালাকে কিছু অার্থিক সহায়তা দিবে বলে আজ জানতে পারলাম । সন্ধায় সুসংবাদ প্রতিদিন পাতার সম্পাদক রেজা ভাই ফোন করে জানালো ফিচারটি প্রকাশের পর অনেকেই আলোকিত বাংলাদেশের অফিসে ফোন করে সহযোগিতার কথা বলেছে ... অনেকেই চা বিক্রেতা রফিকের সাথে কথা বলতে চাই তুমি তার নাম্বার টা দাও.. আমি বললাম রফিক ভাইের তো মোবাইল নায়... হয়ত মোবাইল কেনা আজকাল তেমন একটা বিষয় নয় কিন্তু এই মহৎ ব্যাক্তিটির তো মাথার চিন্তা কি করে তিনি দাঁড় করাবেন তার স্বপ্নের পাঠশালা। চা বিক্রি করে যা আয় করেন তা অধিকাংশই তিনি তার স্কুলের পিছনে খরচ করেন। পরে রাতে ফেরার পথে রফিক ভাইয়ের সাথে সেই ব্যাংক কর্মকর্তার যোগাযোগ করে দিলাম...
ভাল লাগছে যে প্রতিদিন কত নিউজই তো করি .... তবে রফিক ভাইয়ের ফিচার টি প্রকাশ হওয়ার পর যে এত দ্রুত সাড়া পাব আমি নিজেও ভাবিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.