আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের জীবন নিয়ে রাজনীতি করা উচিত নয় : কাদে&

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মানুষের জীবন নিয়ে রাজনীতি করা উচিত নয়। রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। আর এখন রাজনীতি হচ্ছে মানুষকে অত্যাচার করা, বিষয়-সম্পদ দখল করা। এটাকে রাজনীতি বলে না। এটা দশকরী, এটা ডাকাতি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে একজন মহিলা নির্যাতিত হন, স্বামী ছাড়া মহিলাদের রাতের বেলা বাড়িতে একাকী থাকতে হয়। এটা একজন মহিলা প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে লজ্জার। তিনি আরও বলেন, এ দেশ শুধু হিন্দুরও নয়, মুসলমানেরও নয়, এই দেশ মানুষের দেশ। কোনো অন্যায় হলে তাদের বিরুদ্ধে আইনানুগ বিচার হবে। এর বাইরে কেউ যেতে পারবে না। এ দেশ শুধু হিন্দুর ভোটে চলবে না, মুসলমানেরও ভোট প্রয়োজন আছে। তিনি গতকাল দুপুরে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া গোপালপুর গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। তিনি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতায় নিহত বিএনপি কর্মী আবু হানিফের পরিবারের লোকজনকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন ভুইয়া, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুনুর অর রশিদ প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.