আমাদের কথা খুঁজে নিন

   

মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়ারা

অবশেষে ভারতীয় সমর্থকদের মনে আশার আলো জ্বাললেন গ্লামার গার্ল সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয় টেনিস তারকারা যখন একে একে সব বিভাগ থেকে বিদায় নিচ্ছেন তখন শুক্রবার মিক্সড ডাবলসের সেমিফাইনালে অবিশ্বাস্য জয় নিয়ে ফাইনালে উঠে গেল সানিয়ার দল। টুর্নামেন্টে আগাগোড়াই তিনি আছেন দুর্দান্ত ফর্মে।

রড লেভার এরিনায় মিক্সড ডাবলসের এই সেমিফাইনালে রোমানিয়ার হোরিয়া টেকাউকে সঙ্গী করে প্রথম সেটে হেরেও অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতলেন তাঁরা। সেইসঙ্গে পৌঁছে যান ফাইনালে।

ওসি ওপেনে সানিয়াই ছিল ভারতীয়দের শেষ ভরসা।

ওসি ডাবলসের সেমিফাইনালে সানিয়ারা হারালেন অস্ট্রেলিয়ারই  জারমিলা গাজডোসোভা এবং ম্যাথিউ এবডেন জুটিকে। ম্যাচের ফল ২-৬, ৬-৩, ১০-২। এদিন ম্যাচে প্রথম দিকে অনেক বেশি 'আনফোর্সড এরর' করে চাপে পড়ে গিয়েছিলেন সানিয়ারা। তবে ক্ষতিটা পুষিয়ে যায় ভাল সার্ভিসের কারণে।

নেটের সামনেও দুর্দান্ত খেলেন সানিয়া-টেকাউ জুটি। ‘এস’ মারার ব্যাপারেও বিপক্ষকে এদিন টেক্কা দিয়েছেন ভারতীয়-রোমানিয়ান জুটি। সানিয়ারা যেখানে ৭ টা ‘এস’ মেরেছেন সেখানে গাজডোসোভারা যেখানে তিনটা এস মেরেছেন সেখানে সানিয়ারা মেরেছেন সাতটা। প্রথমদিকে সানিয়ারা বেশি 'আনফোর্সড এরর' করলেও ম্যাচ শেষে এ ব্যাপারে তাঁদেরকে টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ান জুটি। এতে এগিয়ে যান সানিয়ারা।

গাজডোসোভাদের মোট 'আনফোর্সড এরর' সংখ্যা ১৬, সেখানে সানিয়াদের ১০। ম্যাচের ৭৩ শতাংশ পয়েন্টই ফার্স্ট সার্ভিস থেকে পেয়েছেন সানিয়া-টেকাউ জুটি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.