আমাদের কথা খুঁজে নিন

   

মিউজিক জোন [পর্ব-২] :: Framing Hanley (অল্টারনেটিভ রক)

হেই কেমন আছেন মেটাল প্রেমীরা? নিয়ে এলাম মিউজিক জোনের আরেকটি পর্ব। আজকের পর্বে কোনো তাঁড়ছিড়া মেটাল ব্যান্ড থাকছে না। আজকের থাকছে সবাই শুনতে পারেন এমনই একটি ব্যান্ড। আজকের ব্যান্ড ফ্রেমিং হ্যানলি
ফ্রামিং হ্যানলি একটি আমেরিকাল পোষ্ট-হার্ডকোর ব্যান্ড, গঠিত হয় ২০০৫ সালে।

তাদের প্রথম স্টুডিও এ্যালবাম “দ্যা মোমেন্ট” বের হয় ২০০৭ সালে। ব্যান্ডটি “হিয়ার মি নাও” গানটির জন্য বিখ্যাত। ব্যান্ডটির ভোকাল বা ভোকালিষ্ট এর গলার ভয়েসটি খুবই সুন্দর এবং এরই জন্য আমার ব্যান্ডটিকে ভাল লাগে। প্রত্যেকটি গানে টান দিয়ে সুর করা হয়েছে। পিছনে বাজবে সফট রক ধাঁচের মিউজিক।


 
ফ্রম:
ন্যাসভিলি, টেনেসি, ইউনাইটেড স্টেটস।
ধরণ:
পোষ্ট-হার্ডকোর, ইমো, অল্টারনেটিভ রক।
একটিভ রয়েছে:
২০০৫ সাল থেকে
লেভেল:
ইস্ট-ওয়েস্ট রেকর্ডস
এসোসিয়েটেড একটস:
Parabelle
ওয়েবসাইট:
http://www.framinghanley.com
মেমবারস:
Former members

 
ন্যাসভিল এ ২০০৫ সালে ব্যান্ডটি গঠিত হয়। শুরু দিকে ব্যান্ডটি ইম্বারস ফেড নামে হার্ড রক মিউজিক করতো। হাই স্কুল ফ্রেন্ড ক্রিস ভেস্ট (ড্রামস) এবং লুকি ম্যাকডুফি (ব্যাস) এর সাথে ভোকালিষ্ট কেনেথ নিক্সন এর দেখা হয় কলেজে প্রবেশ সময়।

এরই কিছুদিন পর গিটারিস্ট ব্রান্ডন উটেন এবং টিম হাস্কসন ব্যান্ডটিতে জয়েন করেন। এরপর ক্রিস ভেস্ট এর আন্ডারগ্রাউন্ড তে ব্যান্ড নিয়মিত প্রাকটিস করতে থাকে। ২০০৭ সালে গুড লাক হিসেবে ব্যান্ডটি একটি প্রকাশনা সংস’ার সাথে চুক্তি বন্ধ হয়। ২০০৬ সালে কার একসিডেন্ট এর নিহত হওয়া একজন কাছের বন্ধু এ্যাশলে হ্যানলি এর নামে ব্যান্ডটির নতুন নাম রাখা হয় ফ্রেমিং হ্যানলি। ব্যান্ডটির সাথে প্রকাশনা সংস’ার চুক্তি হবার পর প্রথম এ্যলমাবটির কাজ তারা ছয় সপ্তাহের মধ্যে শেষ করে ফেলে ।

২০০৮ সালে টিম হাস্কসন ব্যান্ডটি ত্যাগ করে এবং তার জায়গায় ব্যান্ডটিতে জয়েন করেন গিটারিস্ট রায়ান বেলচার।   এবং তিনি এসেই ব্যান্ডটির জনপ্রিয় সিঙ্গেল “ললিপপ” গানটি তৈরি করেন। গানটি প্রচুর সাড়া পায়। এরপর প্রায় ২৫০ দিনের লং টুর এ ব্যান্ডটি বিশ্বব্যাপি কনসার্ট শুরু করে। টুর এর মধ্যে ব্যান্ডটি তাদের দ্বিতীয় এ্যালবাম “এ প্রমিস টু বার্ন” এর কাজ শুরু করে।


 






 
এ্যালবাম সমূহ:

মুক্তি পেয়েছে:
২০০৭ – ২০০৮
ধরণ:
পোষ্ট-হার্ডকোর, অল্টারনেটিভ রক
দৈর্ঘ্য:
৩৮ মিনিট / বোনাস গান সহ ৪৮ মিনিট।
লেভেল:
সাইলেন্ট মেজরিটি গ্রুপ
Tracklisting
10. “Wave Goodbye” – 3:13
11. “The Fold” – 3:07 (MUST DOWNLOAD)
ডাউনলোড করুন:
http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/11/Framing-Hanley-The-Moment-320kbps.zip 
 

মুক্তি পেয়েছে:
২৫ মে, ২০১০ সালে
 
রেকর্ড করা হয়েছে:
২০০৯ সালে
ধরণ:
অল্টারনেটিভ রক,
পপ পাঙ্ক,
পাওয়ার পপ
দৈর্ঘ্য:
৫১ মিনিট / বোনাস গান সহ ৫৮ মিনিট
লেভেল:
সাইলেন্ট মেজরিটি।
Track listing
ডাউনলোড করুন:
 http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/11/Framing-Hanley-A-Promise-to-burn-320kbps.zip
 
এ্যালবামটি মুক্তির অপেক্ষায় রয়েছে
 
আশা করবো আপনাদের কাছে আমার এই নতুন জোনটি ভালো লাগছে!
 
ধন্যবাদ পড়ার জন্য।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.