আমাদের কথা খুঁজে নিন

   

জেমস বন্ডের স্পাই বাগ: গুগল ক্রোম

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজস্ব স্পিচ রিকগনিশান সফটওয়্যার বানানোর সময় ক্রোমের ওই বাগটি আবিষ্কার করেন আতের। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য বাগটি কোনো হুমকির কারণ হবে না বলে দাবি করেছে গুগল।
আতের তার আবিষ্কার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এক ব্লগ পোস্টে। ব্লগ পোস্টটির পাশাপাশি পুরো বিষয়টি ব্যাখ্যা করার জন্য ভিডিও পোস্ট করেছেন আতের। একজন হ্যাকার কিভাবে বিশেষ কোড ব্যবহার করে ক্রোমের স্পিচ রিকগনিশন সিস্টেমটি চালু করে দিয়ে কম্পিউটারের আশপাশে উপস্থিত ব্যক্তিদের আলাপ আলোচনায় আড়িপাততে পাড়বে তাও ওই ভিডিওতে দেখিয়েছেন আতের।
আতের আরও জানিয়েছেন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসেই গুগলকে অবহিত করা হয়েছিল ক্রোম ব্রাউজারের বাগটি নিয়ে। গুগল বাগটি ঠিক করার উপায় খুব অল্প সময়ে বের করে ফেললেও ক্রোমের নতুন আপডেটে রয়ে গেছে বাগটি।
এ ব্যাপারে গুগলের একজন মুখপাত্র বলেন, ‘ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ওই বাগটি নিয়ে আবারও তদন্ত শুরু করেছি, তবে এটি বড় কোনো হুমকি নয় বলেই মনে করি আমরা।’

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।