আমাদের কথা খুঁজে নিন

   

গ্রানাদাকে হারিয়ে শীর্ষে রিয়াল

আপাতত, কারণ রোববার বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদ জিততে পারলেই শীর্ষাসন থেকে পতন হবে লা লিগার ৩২ বারের চ্যাম্পিয়নদের। ২১ ম্যাচ থেকে রিয়ালের ৫৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বার্সা ও আতলেতিকোর সংগ্রহ ৫১ পয়েন্ট করে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে খেলা শুরু হওয়ার আগে ফিফা ব্যালন ডি’অর ট্রফি প্রদর্শন করেন রোনালদো। তবে তারপরই গোল মিসের মহড়ায় মেতে ওঠেন তিনি ও তার সতীর্থরা।



রোনালদো, করিম বেনজেমা ও স্যার্হিও রামোসের ব্যর্থতার জন্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। দুর্ভাগ্যও অবশ্য তাড়া করেছে তাদের। একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে আরেকটু হলেই আত্মঘাতী গোল করে ফেলেছিলেন মানুয়েল ইতুরা। গ্রানাদার সৌভাগ্য, বল ফিরে আসে ক্রস বারে লেগে।

বিরতির পর অবশ্য বেশিক্ষণ হতাশায় ভুগতে হয়নি রিয়ালের সমর্থকদের।

৫৬ মিনিটে লুকা মদ্রিচের বাড়িয়ে দেয়া বল থেকে জোরালো শটে স্বাগতিক দলকে এগিয়ে দেন রোনালদো। এবারের লিগে পর্তুগিজ তারকার এটা ২২ এবং মৌসুমে ৩২তম গোল।

৭৪ মিনিটে মার্সেলোর ক্রস থেকে রিয়ালের জয় নিশ্চিত করেন বেনজেমা।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।