আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা আজ শুন্যের কোঠায় , হায়রে মানবতা

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর মত দু চোখ দিয়ে ঠিকরে বেরোয় জীবনের প্রতি অথবা জন্মানোয় প্রবল ঘৃনা

মানবতা আজ শুন্যের কোঠায় , কিন্তু কেন?
বয়স ৭০... মাথায় টুপি।
লম্বা সাদা পাঞ্জাবিতে ঢাকা শরীর। বয়সের
ভারে কিছুটা ন্যূব্জও। জীবন ও যৌবনের
সোনাঝরা সময়টা গেছে জ্ঞান বিতরণের কাজে।
শিক্ষকতার মহান দায়িত্ব শেষে জীবন-বিকালের
পড়ন্ত সময়ে তার হাতে উঠেছে শাস্তির দড়ি।
যে হাত দিয়ে হাজার হাজার ছাত্র-
ছাত্রীকে শিক্ষার আলো বিলিয়েছেন, সে হাতে শুধু
দড়িই উঠেনি, তাকে পিছমোড়া করে বেঁধে শত শত
লোকের সামনে সারা গ্রাম ঘোরানো হয়েছে।
ছেলের নেয়া টাকা পরিশোধ না করতে পারায়
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তৈয়ব মাস্টারকে এ
শাস্তি পেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫
অক্টোবর চাঁদপুরের হাজীগঞ্জস্থ গন্ধ্যর্বপুর
ইউনিয়নের মৈশামুড়া বালুর মাঠ এলাকায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।