আমাদের কথা খুঁজে নিন

   

শীতের রেসিপি: খেজুর গুড়ের পায়েস

উপকরণ:

 

- তরল দুধ ৩ লিটার

- পোলাও-এর চাল ৫০০ গ্রাম

- গুড় আধা কেজি

- ৪টি এলাচের গুড়ো  

- লবণ আধা চা চামচ। 

 

প্রণালী:

পোলাও-এর চাল ঘণ্টাখানিক ভিজিয়ে রেখে ধুয়ে নিন। চুলায় তলা ভারী পাতিল/ননস্টিক পাতিলে দুধ ও চাল এলাচ গুড়ো দিয়ে বসিয়ে দিন। মাঝে মাঝে নেড়ে দিবেন। না হলে চাল দলা পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে যখন চাল সেদ্ধ হয়ে যাবে তখন লবণ (মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির স্বাদ বেড়ে যায়) ও গুড় দিয়ে দিন। ক্রমাগত নাড়ুন।

আপনার পছন্দমতো ঘন হলে নামিয়ে বাটিতে বাটিতে ঢেলে রাখুন। পরে যখন পরিবেশন করবেন দেখবেন উপরে কি সুন্দর লোভনীয় সর জমে আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।