বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৬১ মিনিটে ফেনীর দলটি এগিয়ে যায় স্ট্রাইকার রশীদ তুর্যের গোলে। মিডফিল্ডার রনি ইসলামের ক্রসে বল পেয়ে তুর্য আলতো শটে লক্ষ্যভেদ করেন।
দশ মিনিট পর মিডফিল্ডার রুবেল মিয়ার বাড়ানো বলে গোল করে সমতা ফেরান ফয়সাল মাহমুদ।
এর তিন মিনিট পর এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ নষ্ট করেন ব্রাদার্সের নাইজেরীয় স্ট্রাইকার ভিক্টরি অ্যান্থনি।
এই ড্রয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাদার্স। আর ফেনীর দলটি মাত্র ২ পয়েন্ট নিয়ে আছে একেবারে তলানিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।