আমাদের কথা খুঁজে নিন

   

ফুলকলি গুলি ফুটবার জন্য উদ্যত হলো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। কিছুই থাকেনি আমার জীবনে কতবার নতুন পাতা গজালো ফুলকলি গুলি ফুটবার জন্য উদ্যত হলো সুখবর গুলি আয়োনোস্ফিয়ারে ভাসতে ভাসতে আমার কানে কানে বলতে চাইলো চেরাগ আলীর সাতঘড়া ধনের কথা অবশেষে বৃদ্ধাঙ্গুলী দেখালো, আর ফেটু দেখালো, মাস্টার্স করার আগে জনৈক দূর সম্পর্কের মামার প্রথম শ্রেনির চাকরির আশ্বাসের মতোন অনক শুভ ইঙ্গিত পাই আমি নববর্ষে গা ঝাঁড়া দিয়ে উঠতে চাই কিন্ত আমি জানি যত শুদ্ধজলেই স্নান করিনা কেন সুখবর সেই যে নির্বাসনে গেছে আর কোনদিন ফিরে আসবেনা আমি শুধু মিথ্যের মোহে কাটাবো দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।