আমাদের কথা খুঁজে নিন

   

শনিবার দেশব্যাপী বিক্ষোভ ১৯ দলের

সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “সরকার স্বৈরতন্ত্রের ন্যাক্কারজনক আচরণ দেখিয়ে আমাদের শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের মিছিলে হামলা ও গুলিবর্ষণ করেছে।

“সাতক্ষীরার মিছিলে পুলিশ গুলি চালিয়ে যুব দলের জিয়ারুল ইসলামকে হত্যা করেছে। ’’

বুধবারের কর্মসূচিতে বাধা দেওয়া, গুলিবর্ষণ ও গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এই বিক্ষোভ হবে।

ওইদিন বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সমাবেশ হবে।

মির্জা ফখরুল জানান, এই সমাবেশের জন্য ইতিমধ্যে অনুমতি চেয়ে জোটের পক্ষ মহানগর পুলিশকে থেকে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতি দেবে। ”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যায় দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচির বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

গত ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচনে দশম সংসদ গঠিত হওয়ার পর ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জোটের নেতা খালেদা জিয়া দশম সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এই কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

মির্জা ফখরুল বলেন, তেজগাঁও, শাহবাগ, আদাবর ও রামপুরাসহ বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিলে পুলিশ বাধা প্রদান ও গুলিবর্ষণ করেছে। পাবর্ত্য চট্টগ্রামের বান্দবানে দলের স্থানীয় নেতা ম্যামা চিংসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

সারাদেশে অসংখ্যা নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কালো পতাকা মিছিলের আগের দিন মঙ্গলবার চট্টগ্রামের মাঝিঘাটে জানে আলম নামে একজন কর্মীকে ক্ষমতাসীনরা হত্যা করেছে বলেও জানান তিনি।

এসময় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন মো. জসিম ও ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়েদুল হক নাসির উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।