আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্র থেকে মাইলসের অ্যালবাম প্রকাশ

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীত বিপণন প্রতিষ্ঠান কাইনেটিক মিউজিকের সঙ্গে বিশ্বের খ্যাতনামা শিল্পীরা তাদের গান বিপণন করে থাকেন। এবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হলো বাংলাদেশের ব্যান্ড মাইলস। এর মাধ্যমে এখন থেকে মাইলসের পুরনো-নতুন সব ধরনের গান, গানের ভিডিও, সংগীতকর্ম ও ভবিষ্যতে মাইলসের সব কর্মকাণ্ডের বাণিজ্যিক দিকটি তারা দেখবে এবং বিপণন করবে। ফলে বিশ্বের বিভিন্ন টিভি, রেডিও ও বিবিসি আই প্লেয়ার, ডিএঙ্ ও সনি প্লেয়ারে থাকবে মাইলসের গান। এ বিষয়ে গতকাল বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল মাইলস। মাইলসের দলনেতা হামিন আহমেদ বলেন, 'আমরা অনেক দিন ধরে সঠিক উপায়ে আমাদের গান শ্রোতাদের হাতে তুলে দেওয়ার উপায় খুঁজছিলাম। শ্রোতাদের চাহিদাও পর্যবেক্ষণ করছিলাম। আমরা লক্ষ্য করেছি, তারা এখন মোবাইল ফোন বা ডাউনলোডের মাধ্যমে গান শোনে। এ পদ্ধতির মাধ্যমে শ্রোতাদের জন্য যেমন উন্নতমানের সংগীত শোনা নিশ্চিত হবে, তেমনই শিল্পীরাও ক্ষতিগ্রস্ত হবেন না।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.