আমাদের কথা খুঁজে নিন

   

ড্যাপ সংশোধনের উদ্যোগ নিন

নগরায়ণের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা। অপরিকল্পিত নগরায়ণ কী কিম্ভূত কিমাকার অবস্থার উদ্ভব ঘটায় তার প্রমাণে রাজধানী ঢাকাকেই উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায়। এ অবস্থার অবসানে গ্রহণ করা হয় রাজধানীর নগরায়ণে ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ। কিন্তু ড্যাপ প্রণয়নে বাস্তব অবস্থাকে প্রাধান্য দেওয়ার বদলে তুঘলকি খেয়ালখুশিকে প্রাধান্য দেওয়ায় শিব গড়তে গিয়ে বানর গড়ার বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। রাজধানীবাসীর কল্যাণের বদলে উৎকণ্ঠা সৃষ্টি করেছে এই নগর পরিকল্পনা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ড্যাপ-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভায় বিস্তারিত পরিকল্পনায় যেসব ত্রুটি রয়েছে তা সংশোধনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, ড্যাপ যেভাবে প্রণয়ন করা হয়েছে তা একদিকে যেমন ত্রুটিপূর্ণ অন্যদিকে বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ত্রুটি সংশোধনে এফবিসিসিআইর ড্যাপ-সংক্রান্ত কমিটি প্রয়োজনে বিদেশ থেকে নগর পরিকল্পনাবিদ এনে ড্যাপ বাস্তবায়নের একটি অ্যাকশন প্ল্যান তৈরি করে সরকারের কাছে জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সব পক্ষকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করার কথাও বলেছে এফবিসিসিআইর সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটি। রাজধানীবাসীর বৃহত্তর স্বার্থে ড্যাপ চূড়ান্ত করার আগে তার সব কার্যক্রম স্থগিত করারও পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠানের পক্ষ থেকে। স্মর্তব্য, ২০১০ সালের জুনে ড্যাপ-সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়। কিন্তু ড্যাপ প্রণয়নে ত্রুটির অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা ফুঁসে ওঠেন। সরকারের পক্ষ থেকে ড্যাপের ত্রুটি সংশোধনের আশ্বাস দেওয়া হলেও এ বিষয়ে যথার্থ উদ্যোগ না থাকায় তা নগরায়ণের জন্য ব্যাঘাত সৃষ্টি করছে। পরিকল্পিত নগরায়ণের জন্য যারা কাজ করছে সেই আবাসন শিল্পের জন্য ড্যাপ সাক্ষাৎ বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু নগরায়ণের স্বার্থে ড্যাপকে বাস্তবমুখী এবং এর ত্রুটি দূর করা সময়েরই দাবি। রাজধানীর পরিকল্পিত উন্নয়নের স্বার্থে সরকার এ বিষয়ে যথাযথ

সিদ্ধান্ত নেবে এমনটিই কাম্য।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.