আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক সহিংসতায় প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে নে

রাজনৈতিক সহিংতার কারণে চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে নতুন বছরে বিশ্ব অর্থনীতি চাঙ্গা হবে।

বিশ্ব অর্থনীতির পূর্বাভাসের এ প্রতিবেদন গতকাল প্রকাশ করে সংস্থাটি। বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, বাংলাদেশ ও ভারতে নির্বাচন ঘিরে যে রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তাকে অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বিদায়ী ২০১৩ সালে অধিকাংশ দেশের অর্থনৈতিক সূচক ঊধর্্বমুখী ছিল। নতুন বছর শেষেও এ পরিস্থিতি বজায় থাকবে। কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি গত বছরে ৬ শতাংশে থাকলেও চলতি বছর শেষে তা ৫ দশমিক ৭ শতাংশে নেমে আসবে। যদিও চলতি বাজেটের প্রাক্কলন অনুযায়ী, ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা। অবশ্য পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধি পুনরায় ৬ শতাংশের আশপাশে থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। এতে আরও বলা হয়, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৩ সালে ২ দশমিক ৪ শতাংশ থেকে চলতি বছর ৩ দশমিক ২ শতাংশে উন্নীত হবে। যা পরবর্তী বছরগুলোতে যথাক্রমে ৩ দশমকি ৪ ও ৩ দশমিক ৫ হারে বৃদ্ধি পেতে পারে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, 'উন্নত ও উন্নয়নশীল_ উভয় দেশগুলোর অর্থনীতি শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধারে এখনো কিছু বাধা রয়ে গেছে। দারিদ্র্য দূরীকরণে উন্নয়নশীল দেশগুলোতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার, আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করাসহ সামাজিক নিরাপত্তা বলয় উন্নত করতে হবে।' প্রতিবেদনে বলা হয়, চলতি বছর শেষে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৬ শতাংশ। পরের অর্থবছরে তা ৬ দশমিক ৬ শতাংশে উন্নীত হতে পারে। অন্যদিকে, চলতি বছর পাকিস্তানে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৪ শতাংশ। বিদায়ী বছরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি কমেছে ব্যাপকহারে। এ সময়ে ভারতে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি ছিল। তবে বছরের শুরুতে বাংলাদেশে মূল্যস্ফীতি নিম্নগামী থাকলেও শেষের দিকে তা বেড়ে যায়। বিদায়ী বছরে দক্ষিণ এশিয়ার রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয় ৬ দশমিক ৮ শতাংশ, যা আগের বছর ছিল ৯ দশমিক ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এ অঞ্চলের বাণিজ্য ঘাটতির চাপ কমিয়ে আনা, উৎপাদনশীলতা বাড়ানো এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.