আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্কা কাটার পর এবার পর্যাপ্ত টেস্ট চায় বিসিবি

দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় অংশ নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরে নাজমুল হাসান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

“আমাদের টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে কোনো শঙ্কা নেই। খসড়া প্রস্তাবে আমাদের স্বার্থ বিরোধী সব কিছুর বিরুদ্ধে নিজেদের তীব্র আপত্তির কথা আমরা জানিয়েছি। ”

নাজমুল হাসান জানান, এতো দিন ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা (এফটিপি) মানার কোনো বাধ্যবাধকতা ছিল না। এবার এটি মানতেই হবে।

তাই বাংলাদেশের টেস্টের সংখ্যা আরো বাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

“ভারত ১৪ বছরে আমাদের সফরে নেয়নি। ইংল্যান্ড ১০ বছরে একবার খেলেছে। এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। আমি সব বোর্ডের সঙ্গে কথা বলেছি, আমাদের ম্যাচ বাড়ানোর কথা বলেছি।

আমি আশাবাদী পরবর্তী সভায় আমরা কয়েকটি সিরিজের চুক্তি করতে পারবো। ”

আগামী ৮ ফেব্রুয়ারি আইসিসির সভায় খসড়া প্রস্তাব উত্থাপিত হবে বলে জানান নাজমুল হাসান।

দুবাইয়ে মঙ্গলবার আইসিসির ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় এ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাক-বিতণ্ডার পর তা ভোটে না উঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। আগামী মাসে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নেয়ার জন্য ভারতীয় বোর্ড বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার খোলনলচে পাল্টে ফেলার প্রস্তাব আনার পর থেকেই এ নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে।

খসড়া প্রস্তাবে সবচেয়ে বড় পরিবর্তন এই দুই স্তরের টেস্ট ফরম্যাট থেকে সরে আসা। এ ছাড়া প্রভাবশালী ওই তিন দেশের প্রায় সব সুপারিশের বিষয়ে সব দেশ একমত হয়েছে বলে আইসিসি দাবি করেছে। আর এর মাধ্যমে ভারতের নেতৃত্বে থাকা এই জোটই আইসিসিতে সর্বেসর্বা হতে যাচ্ছে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, বাংলাদেশের টেস্ট শঙ্কা কেটে যাওয়ার পর প্রভাবশালী তিন বোর্ডের সংশোধিত প্রস্তাবে 'সমর্থন' দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।