আমাদের কথা খুঁজে নিন

   

এ সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে

দশম জাতীয় সংসদের সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, প্রথমবারের মতো এমপি এবং তরুণ হলেও প্রধান বিরোধী দলের একজন সদস্য হিসেবে সংসদে চুপ করে বসে থাকব না। সংসদে সরকার ভালো কাজ করলে ধন্যবাদ দিতে কার্পণ্য করব না। পাশাপাশি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কঠোর সমালোচনার মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সরকারকে চাপ প্রয়োগ করব। তরুণ এ সংসদ সদস্য আরও বলেন, আক্ষরিক অর্থে একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ চাই। যে সংসদে মানুষের অধিকার ও জাতীয় সমস্যা নিয়ে আলোচনা হবে।

সংসদকে কার্যকর করার মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। তৃণমূল মানুষের দেশ সম্পর্কে যে ভাবনা তা সংসদ সদস্যদের মাধ্যমে উচ্চারিত এবং বাস্তবায়িত হবে। তিনি বলেন, সংসদ বর্জনের যে রাজনীতি তা থেকে বেরিয়ে এসে সংসদে দেশের জন্য, জনগণের স্বার্থের পক্ষে কাজ করব। তরুণ সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ কীভাবে পারিচালিত হবে সেটি নির্ধারিত হবে এই সংসদে। তরুণ প্রজন্মের সব শুভ আকাঙ্ক্ষা উন্মুক্ত বিতর্কের মাধ্যমে সংসদে কার্যকর করার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ আরও আলোকিত হবে।

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, জাপা সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী সংসদে আমরা সরকারের ভালো কাজের যেমন সাধুবাদ জানাব, তেমনি সত্যিকার বিরোধী দলের ভূমিকা নিয়ে জনগণের স্বার্থবিরোধী যে কোনো কর্মকাণ্ডের সমালোচনা করব। সঠিক সিদ্ধান্তে আসার জন্য সরকারের ওপর নৈতিক চাপ প্রয়োগ করব। এ ক্ষেত্রে সরকারে জাতীয় পার্টির একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী থাকলেও কোনো সমস্যা হবে না। আমরা বোবা দর্শক হব না। আমার কণ্ঠে নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ সদর বিশ্বম্বরপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

দুর্নীতি, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলব। উন্নয়ন ও ইনসাফ নিশ্চিত করতে নিজের সীমাবদ্ধতার মধ্যেও ভূমিকা রাখতে কার্পণ্য করব না।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.