আমাদের কথা খুঁজে নিন

   

প্রশংসিত রায়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার বিধান সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের সংশোধনীতে আনা ৩২(ক) ধারাকে অবৈধ ও সংবিধান পরিপন্থী হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের ফলে এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে দুদককে সরকারের অনুমতি নিতে হবে না। বিচারপতি রেজা-উল-হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চের এ রায় নাগরিক সমাজে ব্যাপকভাবে অভিনন্দিত হয়েছে। দুদক হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও রায়কে স্বাগত জানিয়েছে।

এ রায়ের ফলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দুদকের দায়-দায়িত্ব আরও বাড়ল। উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতির ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই সবচেয়ে এগিয়ে। দুদক আইন সংশোধন করে সরকারি কর্মচারীদের দুর্নীতির মামলা থেকে প্রকারান্তরে সুরক্ষাই দেওয়া হয়েছিল। হাইকোর্টের রায়ের ফলে দুর্নীতির বিরুদ্ধে দুদকের হাত আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সরকারি-কর্মচারীদের সুরক্ষায় দুদক আইনে যে সংশোধনী আনা হয়েছিল তা ব্যাপকভাবে সমালোচিত হয়।

সংবিধান অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান। সংশোধনীতে সে চেতনা লঙ্ঘিত হয়। হাইকোর্ট বেঞ্চের সুচিন্তিত রায়েও এ বিষয়টি স্বীকৃত হয়েছে। রায়ে বলা হয়েছে, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান। সংবিধানের ২৬(২) অনুচ্ছেদ অনুসারে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিলযোগ্য।

সংবিধানের ৭(২) ধারা অনুসারে কোনো আইন যতখানি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, ততটুকু বাতিল হবে। জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রতিবেদন ও আইনের প্রস্তাবিত বিলে ৩২(ক) ধারা সম্পর্কে উল্লেখ না থাকলেও সংশোধিত আইনে ধারাটি যুক্ত হয়। এতে বিশেষ শ্রেণীকে যে সুবিধা দেওয়া হয়েছে তা সংবিধানের ২৭ ধারার পরিপন্থী। স্মর্তব্য, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে গত নভেম্বর মাসে রিট করা হয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হলেও এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি মানসিকভাবে কতটা স্বাধীন তা সংশয়ের ঊর্ধ্বে নয়।

দুদকের স্বাধীনতার ওপর পরোক্ষভাবে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করেছিল বিতর্কিত ওই সংশোধনীটি। হাইকোর্টের রায়ে তা বাতিল হওয়ায় সত্যিকারের স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদকের বিকাশ ঘটবে দেশের ১৬ কোটি মানুষ তা দেখতে চায়। দুদকের সঙ্গে সংশ্লিষ্টদের স্বচ্ছতাও এ বিষয়ে কাম্য।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.