আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গিবাদ সন্ত্রাস মুক্ত দেশ উপহার এবং সন্ত্রাসবিরোধী বিল ২০১৩ সংশোধন করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশবাসীর নিকট প্রশংসিত

আমি একজন ছাএ বর্তমান সরকার আসার পর থেকে দেশে কোথাও জঙ্গিবাদ, বোমাবাজি ও সন্ত্রাস নেই বললেই চলে। বিএনপি-জামায়াত জোট আমলে সারাবিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় ছিল জঙ্গিবাদ, দুর্নীতিগ্রস্ত ও সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে। বর্তমান সরকার এসে সেই কলঙ্কের কালিমা মোচন করছে। সারাবিশ্বে আজ বাংলাদেশ পরিচিতি পাচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে। বাংলাদেশের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রশংসা করার পর পরই ১১ জুন জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০১৩ পাস হলো।

'এ দেশের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ চালানো কঠিন'- এ শিরোনামে সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশের মাটিতে কাজ চালানো সন্ত্রাসীদের জন্য কঠিন হয়ে উঠেছে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি 'সন্ত্রাস দমন আইন, ২০০৯' পাস করে। কোন সন্ত্রাসী ব্যক্তি বা সংগঠন ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকা- করলে সাক্ষ্য আইনে যা কিছুই থাকুক না কেন, এ সংক্রান্ত তথ্যগুলো প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা যাবে। অন্যদিকে এই বিলে জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ধারা যুক্ত হয়েছে। সর্বোপরি সন্ত্রাসবিরোধী বিল মানুষের এসব মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.