আমাদের কথা খুঁজে নিন

   

দজ্জাল এন ঝগড়ি শাশুড়ী!



কম্বল দিতে গ্রামে গিয়েছিলাম!এক অভাবী মেয়েকে দেয়ার কথা। তার শ্বশুর/ শাশুড়ীর অবস্থা ভাল! কিন্তু সেই শ্বশুর/শাশুড়ী অই মেয়ে এবং তার স্বামীকে দেখে না মানে নিজের বাবা/মা'ই ছেলে এবং বউকে দেখে না! বউ এর সাথে শাশুড়ীর কাট- কাট মারমার সম্পর্ক ! যেহেতু শাশুড়ীর অবস্থা ভাল এবং তিনি বেশ ইয়াং মানে বৃদ্ধ না তাই পরিস্থিতি বিবেচনা করে ছেলের বউকেই কম্বল দেয়া উপযুক্ত মনে করে তাকে দেই...। মেয়েটার অবস্থা বেশ খারাপ! ওরে! মা! এই নিয়ে শাশুড়ীর সে কি ঝগড়া ... আমাদের তো আউল- ফাউল কথা বললোই... এরপর ছেলে বউকে হুমকি বাড়ী থেকে বের করে দিবে...! এইবার আমাকে মুখ খুলতেই হলো- হাতে থাকা মোবাইল দিয়ে ছবি তুলে, বললাম- ছেলে বউ এর যদি কিছু হয় এবং শুনি কিছু করছেন- তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো- এই ছবি নিয়ে এখুনি থানায় আপনার নামে জিডি করে দেবো... আর আমি পত্রিকায় লিখি (একটু বুং-বাং ছাড়লাম) ।। আর আপনার নাতনী তো আমার স্কুলেই পড়ে-- বুঝতেই পারছেন- কিছু করলে আমি জানতেই পারবো... দেখলাম দজ্জালনী একটু থামল ... ওষুধে কাজ হয়েছে...
দজ্জালনী শাশুড়ীর বিরুদ্ধে বউদের এবং দজ্জালনী বউদের বিরুদ্ধে শাশুড়ীদের জেগে ওঠা দরকার...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।