আমাদের কথা খুঁজে নিন

   

বর্ধিত ফি স্থগিত, সান্ধ্যকালীন কোর্স চলবে

আন্দোলনের মুখে সান্ধ্যকালীন কোর্স বাতিল না করলেও বর্ধিত ফি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার দুপুরে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে, সান্ধ্যকালীন কোর্স বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সকালে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস এবং পরীক্শা বর্জনের ঘোষণা দেন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে উপাচার্য ড. মিজানউদ্দীন বলেন, বর্ধিত ফি স্থগিতের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাক, তাহলে শিক্ষকরাও ফিরে যাবেন।

তবে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শনিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ছাত্রী হলসহ প্রতিটি হলের আবাসিক শিক্ষার্থীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সাবাস বাংলাদেশ মাঠে জড় হতে থাকে। সেখানে প্রায় ৪ থেকে ৫ হাজার শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে সমাবেশ এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি স্থগিতের সিদ্ধান্ত জানালেও সান্ধকালীন মাস্টার্স কোর্স বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা জানান, আগামীকাল রবিবার একইভাবে পঞ্চম দিনের মতো তারা ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে তাদের অবস্থান ধর্মঘট ও আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, রাবিতে বিভিন্ন খাতে ফি দ্বিগুণ থেকে তিনগুণ করায় এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ৮টি বিভাগে নতুন করে চালু হওয়া সান্ধকালীন মাস্টার্স কোস বাতিলের দাবিতে গত পাঁচদিন ধরে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.