আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ শাহীর নির্বাচন, ৫ জানুয়ারির নির্বাচন এবং ন্যাংটা রাজার কাহিনি



৫ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। সামরিক শাসকদের পাতানো নির্বাচনে জর্জরিত বাংলাদেশের ইতিহাসেও ৫ জানুয়ারির মতো কুলষিত সাজানো নির্বাচেনের দৃষ্টান্ত বিরল।

ভোট ও ভোটারবিহীন এই নির্বাচেনে ১৫১ জন বিনা ভোটে নির্বাচিত হয় যা কিনা সরকার গঠনের জন্য যথেস্ঠ। বিবি মরিয়াম যেমন কোন পিতা ছাড়াই যীশুকে গর্ভে ধারন ও জন্ম দান করে ছিলেন, বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনও একটি ঐশ্বরিক-গণতান্ত্রিক সরকার প্রশব করেছেন যার জন্য জনগনের কোন দরকার ছিলো না।

হো মো এরশাদ তার সামরিক শাসন কালে হরেক রকম সাজানো নির্বাচেনের আয়োজন করে তার অবৈধ সরকারকে বৈধতা দেয়ার চেস্টা করেন।হাফ প্যান্ট পরা প্রাইমারি স্কুলের ছাএ আমি এরকম একটি এরশাদি নির্বাচেনে ভোট দিয়ে ছিলাম, ৫ জানুয়ারির নির্বাচেনে মনে হয় আমার মতো প্রাইমারি স্কুলের ছাএরাও নিজ ইচ্ছাতে ভোট দিতে আসেনি।

একটি রুপকথার গল্পে, দুষ্ট তাতীর কথা বিশ্বাস করে বিনা সুতার জামা পরে ন্যাংটা অবস্থায় রাজা দরবারে হাজির হন, আর সব মন্ত্রি, উজির, নাজির, সভাসদ কি সুন্দর জামা বলে বাহ্ বাহ্ দিতে থাকে, ঠিক তেমনি সরকার দলী্য মন্ত্রি, কর্মি ও বুদ্বিজীবিরা সুন্দর সুষ্ঠ নির্বাচন বলে বাহ্ বাহ্ দিচ্ছে।গল্পে বাচ্চা ছেলে যখন বলে উঠে রাজা ন্যাংটা তখন রাজা হুশ হয়, কিন্তু মনে হয়না কিছু সুস্থ মস্তিস্কের মানুষের কথায় শেখ হাসিনার হুশ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।