আমাদের কথা খুঁজে নিন

   

মোদীকে সোনিয়ার তীব্র সমালোচনা

২০০৭ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদীকে মৃত্যুর সওদাগর বলেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ২০১৪ সালে এসেও তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। বরং একে অন্যের সমালোচনাই করেই চলছেন।

গতকাল শনিবার আবারো মোদীর তীব্র সমালোচনা করলেন সোনিয়া। তবে সরাসরি মোদীর নাম ধরে নয়, তাকে উদ্দেশ্য করেই কর্নাটকের গুলবর্গায় সোনিয়া বলেন, যারা বিষের চাষ করে, মানুষ তাদের কখনই ক্ষমতায় আনবে না।

দীর্ঘ ৭ বছরে মোদীকে এত তীক্ষ্ণ আক্রমণ করেননি সোনিয়া গান্ধী।

সাম্প্রতি একাধিক জনসভায় কংগ্রেসসহ রাহুল গান্ধীকে বিঁধেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। দুর্নীতি ইস্যুতেও কটাক্ষ করেছেন তিনি। মোদীর সেই আক্রমণের জবাব দিতে শনিবার কর্নাটকের গুলবর্গাকে বেছে নিলেন কংগ্রেস সভানেত্রী। দুর্নীতি ইস্যুতেও বিজেপিকে পাল্টা বিঁধেছেন তিনি।

সোনিয়ার এই মন্তব্যের পর বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডির দাবি করেছেন, এবারও এই মন্তব্যের দায় চোকাতে হবে কংগ্রেসকেই।

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে কংগ্রেস-বিজেপি চাপানউতোর। এবার মোদীকে সরাসরি আক্রমণ করে সেই বাগযুদ্ধ আরও কয়েক কদম এগিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।