আমাদের কথা খুঁজে নিন

   

নরেন্দ্র মোদীকে সমর্থন, ফতোয়া সালমনের বিরুদ্ধে

নরেন্দ্র মোদীকে সমর্থন করে মুসলিম ধর্মগুরুদের কোপানলে পড়েছেন বলিউড তারকা সালমন খান। ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা সালমানকে বয়কট করার ঘোষণা দিয়েছেন। ফতোয়া দিয়ে বলা হয়েছে, মুসলিমরা যেন তার সিনেমা না দেখেন। এছাড়া সালমান যে সব পণ্যের বিজ্ঞাপন করেন, সেগুলো যেন কেউ না কেনেন।

অল ইন্ডিয়া উলেমা কাউন্সিলের সদস্য মওলানা এজাজ কাশ্মীরি বলেছেন, "গুজরাট দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দরকার নেই বলে সালমন খান যে মন্তব্য করেছেন, তা উসকানিমূলক এবং লজ্জাজনক।

এটা মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে। সব মুসলিমকে আহ্বান জানাচ্ছি, আপনারা ওঁর সিনেমা বয়কট করুন। সেই সব জিনিস কিনবেন না, যার বিজ্ঞাপনে সালমন খানকে দেখা যায়। "

কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুড়ি উড়িয়ে মুসলিম ধর্মগুরুদের একাংশের তোপের মুখে পড়েন সালমন। সম্প্রতি তিনি এক টিভি সাক্ষাতকারে বলে বসেন, ২০০২ সালের গুজরাট দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দরকার নেই।

কারণ আদালত তাঁকে ক্লিনচিট দিয়েছে। এতেই বলিউড হিরোর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন ধর্মগুরুরা।

তাঞ্জিম আইমা মসজিদের সাধারণ সম্পাদক মওলানা খলিলুর রহমান নুরি বলেন, "মুসলিমদের কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরার জন্য নরেন্দ্র মোদী অনেক কিছু করবেন, এটা স্বাভাবিক। দাঙ্গার সময় মেয়েরা, শিশুরা যে কষ্ট পেয়েছে, তা কি সলমন খান অনুভব করেছেন? দাঙ্গাপীড়িতদের পুনর্বাসনে কী করা হবে, তা এখনও জানা যায়নি। "

এদিকে, ধর্মগুরুদের ফতোয়ার কড়া নিন্দা করেছেন অভিনেতার বাবা সেলিম খান।

তিনি বলেছেন, "আমার ছেলে খারাপ কিছু বলেনি। এ দেশে কত মুখ্যমন্ত্রীর রাজত্বেই তো ধর্মীয় হানাহানির ঘটনা ঘটেছে। সে কথা কেউ মনে রেখেছে কি? আসলে নরেন্দ্র মোদী ভোটে জিতে ক্ষমতায় থেকেছেন আর এখন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল হয়েছেন, সেই কারণে তাঁকে নিয়ে চর্চা হচ্ছে। "

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.