আমাদের কথা খুঁজে নিন

   

আমি রোকসানা খাতুন লিজা কে বলছি......

আপনার ব্লগ পড়ে খুব ভালো লাগলো- আমার কিছু কথা- ১. আপনি কি মনে করেন না যে, বোরকা পড়লে কি নারিরা অন্যান্য জামা কাপড়ের চেয়ে বেশী নিরাপদ। ২. যারা খারাপ তারা তো খারাপ ই, আমাদের উচিৎ না যে নিজেদের পোশাক - পর্দা ঠিক করা। ৩.আপনার ব্লগে আপনি কুরআনের কিছু বানির অংশ দিয়েছেন, তাতে মনে হয় আপনার পর্দা সম্পর্কে কিছু ধারনা আছে। যদি আমার কথা ঠিক হয় তা হলে তো আপনার ব্লগ এ ঐ ছবিটা দেয়া ঠিক হয় নি। ৪. আশা করি আপনি একথা বলবেন না যে- আমার মন চাইলে আমি কোন কাপড় পড়ব না, কিন্তু কেউ কিছু বলতে পারবা না। ৫. আর একথা ও ঠিক যে এখন কিন্তু ৭১ ও না যুদ্ধ ও না কিন্তু তবুও আমরা পরাধিন। আর ভাই বোনেরা কি বলব- আজ আমরা ফেশনের নামে যা করছি আমার চেয়ে আপনারা ভালো জানন, তা কখনোই সভ্য সমাজের হতে পরে না। সর্বোপরি বলতে চাই মানুষের মনুস্বত্যর ও নাড়ির পর্দার উপর কিছু নাই। দয়া করে নাড়ি পুরুষ উভয়ই পর্দা করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।