আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ কিকবক্সিং চ্যাম্পিয়ন বাঙালি তরুণী রোকসানা বেগম{ছবি ব্লগ}

তাশফী মাহমুদ আন্তর্জাতিক কিকবক্সিংয়ের ৪৮-৫০ ক্যাটাগরিতে ব্রোঞ্জজয়ী এই ব্রিটিশ বাঙালি তরুণীর নাম রয়েছে প্রভাবশালী এক শ ব্রিটিশ বাঙালির ‘পাওয়ার হান্ড্রেড’ তালিকায়ও। কদিন বাদে অলিম্পিকের মশাল হাতে ছুটবেন রোকসানা। লন্ডনের চারদিকেই এখন অলিম্পিক উৎসবের রং। আট হাজার সৌভাগ্যবান মশালবাহীর হাত হয়ে যুক্তরাজ্যের নানা প্রান্তে ছুটে চলেছে অলিম্পিকের শান্তির মশাল। এ পর্বেও বাদ পড়েনি কৃতী বাংলাদেশিদের অংশ নেওয়া।

না, যে কেউ চাইলেই অলিম্পিকের ঐতিহ্যবাহী মশাল বাহক হতে পারেন না। বাহকের থাকতে হয় বিশেষত্ব। তেমনি যুক্তরাজ্যের নানা প্রান্তে আলোচিত নয়জন ব্রিটিশ বাংলাদেশি অলিম্পিক টর্চ বহনে সম্পৃক্ত হয়ে সৃষ্টি করেছেন ইতিহাস। ২১ জুলাই পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিল এলাকায় আসবে টর্চ। চলছে আয়োজনের প্রস্তুতি।

একই দিনে লন্ডনের গ্রিনউইচ এলাকায় অলিম্পিক মশাল হাতে নিয়ে দৌড়াবেন ব্রিটিশ কিকবক্সিং চ্যাম্পিয়ন বাঙালি তরুণী রোকসানা বেগম। তিনি বললেন, ‘আমি আনন্দিত; মুখিয়ে আছি মশাল হাতে নেওয়ার জন্য। ’ আসন্ন অলিম্পিকে তাঁর খেলা কিক বক্সিং অন্তর্ভুক্ত না হলেও পরের অলিম্পিকে থাকছে। রোকসানা আরও বলেন, ‘খেলা নিয়ে আক্ষেপ নেই; টর্চ হাতে পাওয়া বিশাল সম্মানের। ইচ্ছা আছে অলিম্পিক টর্চ নিয়ে দৌড়াব, সেটি নিয়েই বাংলাদেশে যাব।

’  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.