আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামার বিরম্বনা

হতে পারি বদ অথবা ফাজিল কিংবা একটু দুষ্টু প্রকৃতির। আমি নিজেকে জোকার ভাবতেও ভালবাসি। কিন্তু আমি চরম ঠোঁটকাটা। আমি সত্যের জন্য কারো পরোয়া করি না। কারন পাপ বাপকেও ছাড়ে না।

নিশ্চই মিথ্যা বিলুপ্ত হবে। www.facebook.com/RISALATMAX

SSC লেভেলে আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্ট আছিলো গ্রামার (বাংলা+ইংরেজি)। তবে বাংলা একটু মাত্রাতিরিক্ত ভয় পাইতাম। কারন অবজেক্টিভ ছিলো। আর সাবজেক্টটায় আমি এত্ত কাঁচা ছিলাম যে এইচএসসি পরীক্ষায় যখন সবাই সৃজনশীল ক্যামেষ্ট্রি নিয়া ভাবতাছে আমি তখন বাংলা গ্রামারে কিভাবে পাশ করবো তা ভাবতেছি।

কিন্তু পরীক্ষায় প্রশ্ন এত সহজ আসছিলো যে কেউ সহজেই উত্তর দিতে পারতেছিলো এক্সেপ্ট আমি ছাড়া। আমি ২০ টার পরে আর একটাও পারতেছিলাম না। আমার পিছনের বন্ধু আমাকে সেভ করছিলো। যাই হোক, আজীবনই গ্রামার জিনিসটাকে হেলা ফেলা করে আসছিলাম। আর জীবনের এই পর্যায়ে এসে তা হাঁড়ে হাড়ে টের পাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় জেনারেল নলেজে মিনিমাম ৫৫ মার্ক শিওর, ইংরেজীতে ২০ (যেহেতু ইংরেজীতে আমি একটু ভালো) কিন্তু বাংলা গ্রামার আমাকে ফেল করাইয়া ছাড়ছে। তাই ভাষার মাসে আমি এক বাঙালী যে গ্রামার অধ্যায়ন করিতেছি। গ্রামারের বিরম্বনা চলছেই চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।