আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোন, বাংলালিংকের অফারের নামে প্রতারণা !!!

আসসালামুআলাইকুম ।    সবাই কেমন আছেন?  আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।   ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।   চলুন মূল কোথায় আসি...
 
সাম্প্রতিক মোবাইল কোম্পানীগুলো অফারের বেড়াজালে আবদ্ধ করতে চাইছে সকল গ্রাহকদের ।   আর এ বেড়াজালে আবদ্ধ হয়ে কেউবা শিক্ষা নিচ্ছেন, কেউবা একই ভুল বারবার করছেন, আবার কেউবা সর্বশান্তও হচ্ছেন ।

  এসব লোভনীয় অফারের মধ্যে আছে কুইজ এ অংশগ্রহণ করে স্যামসাং গ্যালাক্সি কিংবা আরো দামী সেট জেতা, একদিনের মধ্যে নির্ধারিত পরিমাণ রিচার্জ করে হ্যান্ডসেট জেতা, প্রথম ১০০ জনকে হ্যান্ডসেট দেয়া, এছাড়াও পত্রিকার পাতায় দেয়া এমন হাজারো অফার ।
এসব অফারের বেড়াজালে কতকাল থাকতে হবে কে জানে ।   তাছাড়া বাংলালিংকের প্রতিদিন বারবার ২২২২, ২০০১, ৪৮৪৮ ছাড়াও অনেক নাম্বার থেকে ফোন দেয়ার বাড়তি যন্ত্রণাতো থাকছেই ।
সাম্প্রতিক বাংলালিংক এর একটি ম্যাসেজ পেলাম ।   ম্যাসেজটি ছিলো এমন, বাংলালিংক হ্যান্ডসেট অফারের শেষ দিন, আজকের মধ্যে মোট ১৪৯৯ টাকা রিচার্জ করলেই পাবেন একটি ম্যাক্সিমাস হ্যান্ডসেট।

আমার এ মুহুর্তে একটি সেট প্রয়োজন ছিলো । তাই ভাবলাম, এক কাজে ২ কাজ হবে, রিচার্জ না হয় ৩ মাস করলাম না, কিন্তু সেটটাতো হাতে পাওয়া যাবে । সে আশায় রিচার্জ করলাম, কিন্তু ইমারজেন্সি ব্যালেন্স নেয়া ছিলো পূর্বে ১০ টাকা সেটি আমার খেয়াল ছিলোনা । তাই ১৪৯৯ টাকা রিচার্জ এর পরও ব্যালেন্স হয়ে গেলো ১৪৮৯ টাকা ।   তারপর আমি আবার ১৪৯৯ টাকা করার জন্য আরো ১৬ টাকা রিচার্জ করলাম ।

  কিন্তু পরদিন বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন দিয়ে মাথা পুরা নষ্ট হয়ে গেলো ।   আমাকে বলা হলো, স্যার আপনি ১৬ টাকা বেশী রিচার্জ করেছেন, তাই হ্যান্ডসেট পাবেননা ।    জানিনা, আর কত অজুহাতে হ্যান্ডসেট অফার থেকে বাদ দেয়া হয়েছে আমার মত বহু দিশেহারা পাবলিককে ।
যাইহোক, এবার আসি গ্রামীনফোন এর ব্ষিয়ে, গ্রামীনফোন ডাকাতি করলেও বারবার ফোন দিয়ে যন্ত্রণা দেয়ার মত ঘৃণ্য কাজটি করেনা ।   আমি বাংলালিংকের অফারটি মিস করে চলে গেলাম গ্রামীনফোন সেন্টারে ।

  সাম্প্রতিক পত্রিকার একটি অফার ছিলো মাত্র ৯৯৯ টাকায় সংযোগসহ হ্যান্ডসেট ।   আর ১০৯৯ টাকায় আরেকটি সংযোগসহ হ্যান্ডসেট ।   পত্রিকার পাতা জুড়ে এ ২টি অফার এখনো দেখতে পাবেন মাঝে মাঝে।   কিন্তু ডাল মে কুচ কালা হ্যায় ।   আমি কিনতে গিয়ে তারা আমাকে বললো স্যার, আপনি যদি ১৫০ টাকা দিয়ে একটি সীম কিনেন তবে ৯৯৯ টাকায় হ্যান্ডসেটটি পাবেন ।

  আরেকটির ক্ষেত্রেও তাই, ১৫০ টাকা দিয়ে সীম কিনলে ১০৯৯ টাকায় সেই হ্যান্ডসেটটি পাবেন ।   শেষ পর্যন্ত দ্বিধাদন্দে থাকতে থাকতে আর কেনা হলো না ।   লসের দায়ভার শুধুকি বয়েই বেড়াতে হবে???
এখন আমার বাংলালিংকে ১৩৪১.৩৬ টাকা আছে । কেউ কথা বলতে চাইলে আউটগোয়িংটা আমার মোবাইল থেকে কইরেন।   কি করবো এখন এ টাকা দিয়া  ।

  কত মিনিটই বা কথা বলবো ।   প্রেম করলেও একটা কথা ছিলো । গার্ল ফ্রেন্ডের সাথে কথা বলতাম, সাথে অফুরন্ত ব্যালেন্স ।
এরকম কোন অভিজ্ঞতা থাকলে আপনিও মন্তব্যে শেয়ার করতে পারেন ।   
 
আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন  ।

 
 
আমার সাইট ।   
 
ভালো থাকবেন সবাই...

সবশেষে সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি ...
 

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.