আমাদের কথা খুঁজে নিন

   

‘দুঃখিত, উদ্বিগ্ন’ নাহিদ বললেন, ব্যবস্থা নেয়া হবে

একইসঙ্গে যতো দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় খুলে দিতে উপাচার্যকে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, যেই দায়ী হোক, তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া আইনি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানান নাহিদ।

“রাজশাহীতে যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখিত, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এরপরও বিশ্ববিদ্যালয় যাতে দ্রুত খুলে দেয়া যায় সে ব্যবস্থা নিতে উপাচার্যকে নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই আন্দোলনে ‘শিবিরও যুক্ত হয়ে’ গোলমালের চেষ্টা করেছে।

অস্ত্র নিয়ে ছাত্রলীগকর্মীদের হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ বলেন, “তদন্তে যেই দোষী হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ”

বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। বৃহস্পতিবার তাদের এই আন্দোলন ধর্মঘটে গড়ায়।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করারর ঘোষণা এলেও সন্ধ্যাকালীন কোর্স বাতিল না করায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ফাইল ছবি

 

এরপর রোববার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র হাতে চড়াও হন। পাশাপাশি পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে আহন হন অর্ধশতাধিক শিক্ষার্থী।

এই পরিস্থিতিতে রোববার রাতে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।